Ritabhari : 'প্রেম ভয়ংকর !' মন ভেঙেছে বারবার, কার কার সঙ্গে সম্পর্কে জড়ান ঋতাভরী ?

Updated : Mar 13, 2025 12:36
|
Editorji News Desk

প্রেম সুন্দর, প্রেম ভয়ঙ্করও । কারও প্রেমে পড়ার অনুভূতিটাই আলাদা । প্রথম দেখা, ভাললাগা, প্রথম মেসেজ, প্রথম ফোন, রাতজেগে কথা বলা...সরস্বতী পুজোয় হাতে হাত রেখে হেঁটে যাওয়া...কিন্তু, সেই প্রেমই যখন ভাঙে, যন্ত্রণায় মুচড়ে ওঠে হৃদয়টা । কিন্তু, তা বলে কি প্রেমে পড়া বারণ ? না বোধহয় । তাইতো বারবার প্রেমে পড়েছেন ঋতাভরী । মনও ভেঙেছে বহুবার । মানসিক যন্ত্রণায় ছটফট করেছেন । ঋতাভরী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রেমের চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে? ঠিকঠাক প্রেম না হলে হৃদয় ভাঙে, ঘর ভাঙে, সংসার তছনছ, মানুষের জীবন নষ্ট ! কিন্তু, ভালবাসায় বিশ্বাস হারাননি । বর্তমানে সুমিত অরোরা-র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন । তবে, তার আগে কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর ? 

সৃজিত-ঋতাভরী
 
ঋতাভরী ও সৃজিতের প্রেম একসময় টলিউডের ওপেন সিক্রেট ছিল । পার্টিতে, এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন জুটিতে । জানা গিয়েছে,  সৃজিতের পরিচালনায় চতুষ্কোণ ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী । সেই সময় থেকেই নাকি তাঁদের ঘনিষ্ঠতা । তবে, প্রেম জমে ওঠে কাকাবাবু সিরিজের 'ইয়েতি অভিযান'-এর শুটিংয়ে । তারপর থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় । কিন্তু, একটা দমকা হাওয়ায় তাঁদেরও প্রেম ভাঙে । ঋতাভরী সম্প্রতি জানিয়েছেন, তিনিই সৃজিতের হৃদয় ভেঙেছেন । তবে, সব ভুলে তাঁরা এখন ভাল বন্ধু । সৃজিত এখনও ঋতাভরীর গুবলু ।

ঋতাভরী-তথাগত

টলিউডে ঋতাভরী ও ডা.তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমও বেশ চর্চিত ছিল । সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় তথাগত-র সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন বহুবার । শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তথাগত । ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিক উদ্বোধনে । তারপর ধীরে ধীরে বন্ধুত্ব,প্রেম । প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই । জানা গিয়েছে, দু'জনের বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল । কিন্তু পরে সেই প্রেম ভাঙে । বিচ্ছেদের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী ।

সুমিত-ঋতাভরী

তথাগতর সঙ্গে বিচ্ছেদের পরই ঋতাভরী স্পষ্ট জানিয়েছিলেন, ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা করছেন না। তবে জীবনে একটা প্রেম আছে । টলিপাড়ায় গুঞ্জন ছড়ায়, ঋতাভরীর জীবনে সেই ভালবাসার মানুষটা নাকি সংলাপ লেখক, একইসঙ্গে পরিচালক । শাহরুখের একেবারে কাছের মানুষ । দীপাবলিতে ঋতাভরী পরিচয় করিয়ে দেন জীবনের সেই স্পেশ্যাল মানুষটার সঙ্গে । সুমিত অরোরা । মুম্বই ইন্ডাস্ট্রির মানুষ সুমিত । শাহরুখের জওয়ান-এর সংলাপও লিখেছিলেন সুমিত । এছাড়া রাজকুমার রাও-এর স্ত্রী ও ফ্যামিলি ম্যান-এরও সংলাপ লিখেছেন সুমিত। চলতি বছরেই চার হাত এক হতে পারে সুমিত এবং ঋতাভরীর। সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঋতাভরী সুমিতের ডেস্টিনেশন ওয়েডিং-এর প্ল্যান চলছে পুরোদমে। পাঞ্জাবি এবং বাঙালি দুইমতেই বিয়ে হবে। ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান সেরে, গ্র্যান্ড পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই জুটির ।

Ritabhari Chakraborty

Recommended For You

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?
editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ

editorji | বিনোদন

Manoj Kumar : দেশাত্মবোধক সিনেমার জন্য বাড়ি বিক্রি করেন মনোজ কুমার ! শেষজীবনে পেতে হয় যন্ত্রণা

editorji | বিনোদন

Bollywood Movies : ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে হলিউড ছবি! নাম জানেন?