Mehazabien Wedding : পূর্ণতা পেল ১৩ বছরের ভালবাসা, মেহজাবীনের বরকে চেনেন?

Updated : Feb 25, 2025 15:24
|
Editorji News Desk

১৪ ফেব্রুয়ারি ছিল ভালবাসার দিন। এমন দিনে ভালবাসার মানুষকে নিয়ে হাজারো প্ল্যান থাকে সকলের। এই দিনেই পূর্ণতা পেল ১৩ বছরের ভালবাসা। হাতে হাত রেখে আইনি ভাবে আগামী দিন একসঙ্গে পথচলার কথা দিলেন প্রযোজক আদনান আল রাজীব আর তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাগজে কলমে বিয়ের দেড় সপ্তাহ পর আইনি বিয়ে সারলেন তাঁরা। প্রকাশ্যে এল নবদম্পতির ছবি। 

ভ্যালেন্টাইনস ডে -র দিন ঢাকার কাছেই একটি রিসর্টে আইনি বিয়ে সেরেছেন আদনান আল রাজীব আর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তু বিয়েতে ছিল কড়া গোপনীয়তা। ফলে কোনও ভাবেই বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। অবশেষে সোমবার দুপুরে সামাজিক বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যে ছবি মন কেড়েছে সকলের। অভিনন্দনে উপচে পড়ছে কমেন্টবক্স। 

কী পোস্ট করেছেন অভিনেত্রী? 

বিয়ের ছবি পোস্ট করে দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে প্রথম দিনের দেখা হওয়ার স্মৃতি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, '২০১২ সালে প্রথম দেখা 'ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি'র সঙ্গে। রাস্তার ওপার থেকেই হাত নেড়েছিল। দেখা হওয়ার পর কথা হয়েছিল মাত্র ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তার পর সে ছেলে চলে যায়, নিয়ে যায় মেহজাবীনের মন। সে দিন থেকেই জানতাম, এই সেই মানুষ।'

অভিনেত্রী আরও লিখেছেন, ১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গিয়েছি দু'জনেই। সবাই বলে সাত বছর হয়ে গেলে চিরকাল থাকে বন্ধুত্ব। আমরা সেটা দ্বিগুণ করে ফেলেছি। ১৪ ফেব্রুয়ারি আমরা একসঙ্গে চলার প্রতিজ্ঞা করেছি। আদনান আল রাজীবকে আমার জীবনের প্রিয় বন্ধু হিসেবে বেছে নিয়েছি। 

বিয়েতে সাদার উপর সোনালি জরির আর পাথরের কাজ করা লেহঙ্গা চোলিতে সেজেছিলেন অভিনেত্রী। গলাজুড়ে ছিল হার। মাথায় ছিল মাঙটিকা। কানে ঝোলা দুল। হাতে ভর্তি মেহেন্দি কনের সাজে নায়িকার এমন দুধ সাদা বেশে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।  অন্যদিকে, আদনান পরেছিলেন সোনার বোতাম দেওয়া চকোলেট রঙের শেরওয়ানি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর বিয়ের ছবি। 

জানা যায়, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখা হয়েছিল অভিনেত্রীর৷ ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। কেউ সম্পর্কের কথা প্রকাশ না করলেও তাঁরা যে সম্পর্কে ছিল তা নিয়ে গুঞ্জন ছিলই।   

কে এই আদনান আল রাজীব জানেন? 

মেহজাবীনের জীবনসঙ্গী আদনান আল রাজীব একজন বাংলাদেশি পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তাঁর জন্ম ১৯৮৭ সালের ১১ মে। দার্জিলিংয়ের একটি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরপর ২০০৩ সালে বাংলাদেশে ফেরেন রাজীব। দেশে ফেরার পর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' সিনেমা দেখে মুগ্ধ হন তিনি। এরপর রাজীব মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করছেন। এরপর রাজীব হয়ে ওঠেন নির্মাতা। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘৬৯’-এ ফারুকীর সহকারী পরিচালক হিসেবে রাজীব প্রথম কাজ করেন।

এরপর দীর্ঘ পাঁচ বছর ফারুকীর সঙ্গে সরাসরি কাজ করেন রাজীব। এরপর ২০০৯ সালে আদনান আল রাজীব 'উচ্চতর পদার্থ বিজ্ঞান' নামের একটি নাটক তৈরি করেন। বাংলাদেশে নাটকটি সাড়া ফেলে দেয়। একই বছর বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও যাত্রা শুরু করেন রাজীব। এরপর আদনান আল রাজীবের জীবনের গল্প শুধুই সাফল্যে ভরা। 

Bangladesh

Recommended For You

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ

editorji | বিনোদন

Manoj Kumar : দেশাত্মবোধক সিনেমার জন্য বাড়ি বিক্রি করেন মনোজ কুমার ! শেষজীবনে পেতে হয় যন্ত্রণা

editorji | বিনোদন

Bollywood Movies : ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে হলিউড ছবি! নাম জানেন?