শুরু হয়েছিল মহা ধুমধাম করে। এবার বেজে গেল বিদায় ঘন্টায়। কারণ ‘মেয়েবেলা’ সিরিয়ালের হাত ধরেই বহু বছর পর পর্দায় ফিরেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক ময়দানের বাইরে তাঁকে এই রূপে ফিরে পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন দর্শকেরা, কিন্তু কিছুদিন পরেই সিরিয়ালের গল্প নিয়ে আপত্তি তুলে বেঁকে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। শুরু হয় তুমুল বিতর্ক। সিরিয়ালে বীথি মিত্রের চরিত্রে তাঁর জুতোয় পা গলিয়েছিলেন অনুশ্রী দাস। কিন্তু এত বড় চ্যালেঞ্জ নিয়েও রূপা ছাড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই বন্ধ হচ্ছে ‘মেয়ে বেলা’ ।
Gora-2-Hoichoi: প্রকাশ্যে 'গোরা ২'-এর ট্রেলার, ঋত্ত্বিকের এবার বিবাহ অভিযানে
ছ’মাস যেতে না যেতে ‘মেয়েবেলা’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে পরিচালক সুমন দাস অসন্তুষ্ট। তাঁর কথায় অনেকদিন পর ভাল কাজ করছিলেন , কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবেননি। তবে কি রূপার চলে যাওয়ার রোষের কোপেই পড়ল এই ধারাবাহিক? রূপা অবশ্য ঘটনা জানার পর বলেন, “আমার এই বিষয়ে কিছু বলার নেই। যেটা ঠিক মনে হয়েছিল, সেটা করেছি।''