উত্তর কলকাতার পাড়া কালচার ব্যাপরটা আজকের দিনে অনেকটাই ফিকে । ব্যস্ততার জীবনে হারিয়ে গেছে নয়ের দশকের সেই চেনা ছবিগুলো । ৩০ বছর আগের সেই উত্তর কলকাতার নস্টালজিয়াকে আরও একবার ফিরিয়ে আনতে চলেছে 'ফেলু মিত্তির লেন'। প্ল্যাটফর্ম এইট-এর নতুন ওয়েব সিরিজ । মুখ্য ভূমিকায় দেবজ্যোতি রায়চৌধুরী ও শতাক্ষ্মী নন্দী । ইতিমধ্যেই সামনে এসেছে ট্রেলার ।
উত্তর কলকাতার যে বনেদি বাড়ি, যার বিশাল উঠোন, অনেক ঘর ভাড়াটে, সবসময় হইহই ব্যাপার, রকে বসে আড্ডা, বলতে গেলে একেবারে পাড়া কালচারই এই ওয়েব সিরিজের প্রাণ ও মূল বিষয় । জানা গিয়েছে, সিরিজের গল্পে নায়ক ফেলু নাকি তাঁর নামের মতোই । সব কিছুতেই ফেল । শেষ পর্যন্ত তাঁকে তাই সেলাই মেশিন নিয়েই শুরু করতে হয় জীবন । এদিকে, তাঁর বাবার ধারণা বিয়ে দিলেই একমাত্র শুধরে যাবে তাঁর ছেলে । কিন্তু ফেলু যে বিয়ে করতে নারাজ । এসবের মাঝেই ফেলুর জীবনে আসে চাঁপা । একেবারে টমবয় যাকে বলে, তাঁকেই মন দিয়ে ফেলে ফেলু ।
সিরিজে দেখানো হবে বনেদি বাড়িগুলি প্রোমোটিংয়ের মতো বাস্তব সমস্যাও । সব মিলিয়ে নব্বইয়ের দশকের উত্তর কলকাতার চেনা মেজাজ ধরা পড়বে সিরিজে । ১১ অক্টোবর প্ল্যাটফর্ম এইটে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি ।