ভয়ঙ্কর এক খেলা । যেখানে জড়িয়ে পড়বেন অনেকে । তারপর খুন । আবারও নতুন রহস্য, নতুন গল্প । আসছে নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্স । আগেই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে । এবার সিরিজ মুক্তির দিনও প্রকাশ্যে এল । জুলাইতেই ক্লিক প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজ । প্রথমবার কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন নীল-তৃণা ।
নতুন সিরিজটির পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় । প্রযোজনা করছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় । গোটা থাইল্যান্ডজুড়ে শ্যুটিং হয়েছে এই সিরিজের । নীল ও তৃণা ছাড়াও সিরিজে অভিনয় করছেন সৌরভ দাস, জয়ী দেব রায়, জয়ন্ত মন্ডল, রানা মুখোপাধ্যায়দের । জানা গিয়েছে, নীল ও সৌরভকে দেখা যাবে লেখকের ভূমিকায় ।
সৌরভ ও নীলের কথায়, এই সিরিজটিতে একেবারে অন্যরকমভাবে দর্শক দেখতে চলেছেন তাঁদের । সৌরভ জানিয়েছেন, তাঁর চরিত্রটা ফুটিয়ে তোলা যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনই শুটিংও । আন্ডারওয়াটার শুটিং ছিল সৌরভের । কিন্তু, অভিনেতা সাঁতারই জানেন না । ওই দৃশ্য শুটিংয়ের সময় বেশ ভয়েই ছিলেন অভিনেতা । অন্যদিকে, সিরিজ নিয়ে বেশ উৎসাহী নীল-তৃণা দু'জনেই ।