শনিবার সানি লিওনির (Sunny Leone) বাংলাদেশে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি । তবে শুধু সানি লিওনি নন, বাংলাদেশ গিয়েছেন টলিউডের একঝাঁক তারকা । তার মধ্যে রয়েছেন যশ (Yash Dasgupta), নুসরত (Nusrat Jahan) ও মিমিরা (Mimi Chakraborty) । প্রত্যেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের এক জনপ্রিয় চ্যানেলের কর্ণধারের মেয়ের বিয়েতে । জানা গিয়েছে, সানি লিওনির পাশাপাশি নাচে-গানে বিয়ের আসর জমিয়ে দেন যশরত-মিমিরা ।
ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন যশরত । নুসরত পরেছিলেন ঘাঘরা, চোলি । মাথায় টিকলি, গলায় ভারী গয়না । যশ পরেছিলেন ধুতি, ও নীল রঙের কোট । অন্যদিকে, মিমিও পরেছিলেন সাদা রঙের ঘাঘরা-চোলি ।
আরও পড়ুন, Amir Khan : জন্মদিনে সেরা উপহার দিয়েছেন কিরণ, অকপট আমির খান
বিয়ের অনুষ্ঠানে সানি ছাড়া আরও অনেক বলিউড তারকাই উপস্থিত ছিলেন । ছিলেন কৈলাস খের, নার্গিস ফকরিরা । বলতে গেলে বাংলাদেশের এই বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে একসঙ্গে আসর জমাতে দেখা গেল বলিউড ও টলিউড তারকাদের ।