একটা পুরনো বাড়ি। কলকাতা পুরসভা যেটাকে দেগে দিয়েছে বিপজ্জনক বাড়ি হিসেবে। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণায় রয়েছে সুখ দুঃখের হাজারো স্মৃতি। যে স্মৃতিটুকু আমৃত্যু আগলে রাখতে চেয়েছিলেন বৃদ্ধ দম্পতি। আর তা নিয়েই বিবাদ।
এই বিবাদের জেরে আরও জটিল হয়ে উঠছে সম্পর্কের সমীকরণগুলি। শেষ পর্যন্ত পারলেন না দম্পতি। যন্ত্রণা বুকে চেপে রেখে ওই বাড়ি ছাড়তে হল তাঁদের। আর সেই যন্ত্রণাই নিজের ছবি 'পালান'-এ ফুটিয়ে তুললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik Gangully)।
মৃণাল সেনের (Mrinal Sen) জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এই সিনেমা তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন।
আরও পড়ুন - গুড্ডি শেষ হতে না হতেই ফের কামব্যাক হচ্ছে রণজয়-শ্যামৌপ্তির, কোথায় কবে, জেনে নিন
শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'পালান'।