লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি । শাসক-বিরোধীদের মধ্যে চলছে আক্রমণ-প্রতি আক্রমণের পালা । আর রাজনীতিতে বিশেষ করে ভোটের আগে দল বদলের ট্রেন্ড তো রয়েছেই । অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে, এই দল বদল করা অনেকটা ইনস্ট্যান্ট ন্যুডলসের মতো হয়ে গিয়েছে । লোকসভা ভোটের আবহে রাজনীতি প্রসঙ্গে আর কী কী বললেন অভিনেতা, জেনে নিন ।
বিনোদন জগতের সহকর্মীদের মতো রাজনীতিতে কি পা দিতে চলেছেন পরমব্রতও ? আনন্দবাজারকে অভিনেতা জানিয়েছেন, রাজনীতি থেকে দূরেই থাকতে চান তিনি । এই বিষয়ে তাঁর কোনও আগ্রহ নেই । তাঁর মতে, দেশের রাজনীতি এখন খুব বিরক্তিকর । এই মুহূর্তে ডান, বাম বা মধ্য, কেউই কোনও ভাবনা বা আদর্শ থেকে আর রাজনীতি করেন না।
দল বলদের প্রসঙ্গে তিনি বলেন, ' বিষয়টা ইনস্ট্যান্ট নডুলস্-এর মতো হয়ে গিয়েছে ! ইনস্ট্যান্ট দল বদল । দেশের রাজনীতি একটা বড় সার্কাস। মঞ্চে সার্কাস দেখলে মজা পাই, এটা দেখে বিরক্তি তৈরি হয়।' তবে, পরমব্রত স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতি করেন না বলে যে তিনি রাজনীতি বোঝেন না, এটা মনে করা ঠিক নয় ।