২০০৯ সালে 'প্রেম আমার' (Prem Amar) । জুটি হিসাবে এটাই শেষ সিনেমা ছিল সোহম-পায়েলের (Soham-Payel) । মাঝে কেটে গিয়েছে ১৩ বছর । ফের তাঁরা বড়পর্দায় ম্যাজিক দেখাতে তৈরি । রাজা চন্দের আগামী ছবি 'হার মানা হার' (Har Mana Har)-এ জুটি হিসাবে দেখা যাবে তাঁদের ।
রাজা চন্দের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আয়ুষি তালুকদার । এছাড়া রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শিশুশিল্পী সিলভিয়া দে । এই সিনেমায় সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করবেন সোহম । সোহমের মেয়ের চরিত্রে অভিনয় করবেন সিলভিয়া । ছবির শুটিংও ইতিমধ্যে শেষ হয়েছে । কয়েকদিন ধরেই সিনেমার সেট থেকে টুকরো টুকরো ভিডিও শেয়ার করছেন সোহম চক্রবর্তী । খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিনেমা ।
সিনেমায় সোহমের চরিত্রের নাম বিক্রম । পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র । স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায় । তারপর মেয়ের সম্পূর্ণ দায়িত্ব একা হাতেই সামলায় বিক্রম । পরিবারের চাপে ফের বিয়েতে রাজি হয়ে যায় সে । একজনের সঙ্গেও বিয়েও ঠিক হয় তার । কিন্তু, এরই মাঝে তার জীবনে আসে বুলবুলি । এভাবেই পরিবার, সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে গল্প ।