বিনোদিনী দাসীকে নিয়ে বাংলায় সিনেমা করছেন রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) । নটীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) । এখবর নতুন কিছু নয় । সবারই তা জানা । নতুন খবর এটাই যে, 'নটী বিনোদিনী' সিনেমায় দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prosenjit Chatterjee) । কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Koushik Ganguly) যোগ দিতে পারেন 'নটী'-র টিমে ।
নাট্য ইতিহাসে বিনোদিনীর জীবনের দুই গুরুত্বপূর্ণ চরিত্র হলেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায় । জানা গিয়েছে, বিনোদিনীর প্রতি ভাল লাগা থেকে স্টার থিয়েটার গড়ে তোলার জন্য গিরিশ ঘোষকে অর্থ প্রদান করেছিলেন গুরমুখ রায় ওরফে রাঙাবাবু । এই দুই চরিত্রকে সিনেমাতেও দেখানো হবে । জানা গিয়েছে, গিরিশ ঘোষের চরিত্রে পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখতে পাবেন দর্শকরা । গুরমুখ রায়ের চরিত্রে অভিনয় করতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । যদিও, এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি ছবির নির্মাতারা ।
আরও পড়ুন, Karagar Release Date: মেজাজ খারাপ' চঞ্চল চৌধুরীর! ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না কারাগার পার্ট ২, কেন?
উল্লেখ্য, কিছুদিন আগেই রুক্মিণীর হাঁটু ভাঙার খবর সামনে এসেছে । জানা গিয়েছে, অপারেশনও হয়েছে তাঁর । দু'দিন আগেই ফেসবুকে পোস্ট করে রুক্মিণী সেই খবর জানিয়েছিলেন । সেইসঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন । যেখানে দেখা গিয়েছে হুইলচেয়ারে বসে রুক্মিণী । একটা হাঁটুতে লাগানো রয়েছে নি-ক্যাপ । এদিকে, মুখে সেই দুষ্ট-মিষ্টি হাসি লেগে, সঙ্গে ভিকট্রি সাইন । হাঁটু ভাঙার খবর দিতে গিয়ে রুক্মিণী পোস্টের ক্যাপশনটাও লেখেন মজা করে । ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'রুক্মিণী তাঁর হাঁটু ভেঙেছে, ওটিতে যাচ্ছে।' এখন অভিনেত্রী ভাল আছেন বলেন খবর ।