বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব । সিডনি টু কলকাতা...সব জায়গায় শনিবার রাত থেকেই চলছে সেলিব্রেশন (New Year Celebration) । নববর্ষের শুভেচ্ছায় প্লাবিত হচ্ছে সোশ্যাল মিডিয়া । বাদ যাচ্ছেন না টলি (Tollywood) তারকারাও । নিজেদের ছবি পোস্ট করে অনেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন । তবে, এদিন,নেটদুনিয়ায় আগুন ঝড়াচ্ছে একটি ছবিই । যেখানে ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree's new year post) ।
নিউ ইয়ার উপলক্ষে শুভশ্রী একটি ছবি শেয়ার করেছেন । যেখানে শুভশ্রীকে দেখা গেল টুকটুকে লাল রঙের ওয়েস্টার্ন পোশাকে । পায়ে পরেছেন স্নিকার্স । রাজের পরনে কালো জ্যাকেট, প্যান্ট । স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে নেটমাধ্যমে উষ্ণতা ছড়ালেন তারকা জুটি । ক্যাপশনে লিখলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । ছবিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ।
রাজ-শুভশ্রীর রোম্যান্স সবসময় নজর কেড়েছে । এর আগেও দু'জনে রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করেছেন । কাজের ক্ষেত্রে 'ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে, ‘আবার প্রলয়’ নিয়ে আসছেন পরিচালক রাজ । এবার সিরিজের আকারে আসছে এটি।