বড়দিন উদযাপনে মেতেছেন টলিউড সেলেবরা। কাছের মানুষদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছেন সকলে। বাদ যাননি রাজ-শুভশ্রীও।
বড়দিনের সন্ধেয় পরিবার এবং রাজ পুত্র ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়েই চুটিয়ে মজা করছেন সকলে। ওই বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রাজ-শুভশ্রী।
আরও পড়ুন - বাবা আরবাজের বিয়েতে নাচলেন ছেলে আরহান, পার্টি মাতিয়ে দিলেন ভাই সলমন
ছবিতে দেখা গিয়েছে রাজ-শুভশ্রী দুজনেই সাদা পোশাক পরে রয়েছেন। সঙ্গে রয়েছে ছোট্ট ইউভান। রাজ আর রাজ পুত্র ইউভান দুজনের মাথায় রয়েছে সান্তা ক্লজের টুপি। আর শুভশ্রীর মাথায় রয়েছে লাল-সবুজ রঙা হেয়ার ব্যান্ড। তবে, এই ছবিতে শুধু মাত্র রাজ শুভশ্রী নয়। রয়েছেন তাঁদের পরিবারও।