ব্যস্ততার সন্ধেয় অকাল বসন্ত। দোল পূর্ণিমা আসতে এখনও দিন কয়েক দেরি থাকলেও সোমবার শহরের এক অভিজাত রেস্তোরাঁয় উড়ল রঙ বেরঙের আবির। উইন্ডোজ প্রোডাকশনের কাছে যেন এই দিনটাই যে বসন্ত। কারণ 'আমার বস' ছবির হাত ধরে ২২ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। আর সোমবার মুক্তি পেল সেই ছবিরই প্রথম গান 'আজ বসন্ত'।
বিয়ের পর অনুপম রায়ের সুরে এই প্রথম ছবিতে গান গাইলেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। এদিন নতুন গান মুক্তির পাশাপাশি দর্শকদের আরও একটি সারপ্রাইজ দিলেন পরিচালকজুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁরা জানালেন, আগামী ১৬ মে নয়, ৯ মে মুক্তি পাচ্ছে রাখি গুলজার অভিনীত 'আমার বস' ছবিটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, অনুপম রায়, প্রস্মিতা পাল-সহ আরও অনেকে।
এদিনের অনুষ্ঠানে এডিটরজি বাংলার মুখোমুখি হয়েছিলেন এই ছবির কলাকুশলীরা। কেমন ছিল তাঁদের শুটিংয়ের অভিজ্ঞতা?