হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) ও রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) জুটি একাধিক হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের । এবার এই পুরনো জুটি ফিরছেন ওয়েব সিরিজে (Ranjit Mallick to debut in Web Series) । টলিপাড়ায় জোর গুঞ্জন,প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন রঞ্জিত মল্লিক । পরিচালক নাকি আবার হরনাথ চক্রবর্তী । যদিও এই বিষয়ে পরিচালক বা অভিনেতা কেউই মুখ খোলেননি ।
জানা গিয়েছে,সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান।’ একেবারে পারিবারিক গল্প নিয়েই তৈরি হচ্ছে সিরিজ । শুটিংও ইতিমধ্যে শুরু হয়েছে বলে খবর । কলকাতাতেই শুটিং চলছে । রঞ্জিত মল্লিকের বিপরীতে অঞ্জনা বসুর অভিনয় করার কথা ছিল । তবে, তিনি অসুস্থ থাকায় অন্য মুখের খোঁজ চলছে ।
আরও পড়ুন, Iman Chakrabory :'আমি যে এখনও বেঁচে আছি, সেটাই অনেক…', কেন এমন বললেন ইমন ?
উল্লেখ্য, রঞ্জিত মল্লিককে শেষ দেখা গিয়েছিল ‘লভ ম্যারেজ’ ছবিতে । তারপর থেকে আর সেভাবে সিনেমাতে দেখা যায়নি তাঁকে । নতুন প্ল্যাটফর্মে, নতুন ভাবে রঞ্জিত মল্লিককে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা ।