শীত ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। ভালবাসার সপ্তাহর হাত ধরেই বঙ্গে এন্ট্রি নিচ্ছে বসন্ত। চারিদিকেই প্রেম প্রেম হাওয়া। তারকা থেকে শুরু করে যুবক-যুবতীরা সকলেই গা ভাসিয়েছেন ভালবাসার স্রোতে। বাদ গেলেন না ঋতাভরীও।
মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে তাঁর মন দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ঋতাভরী। তবে গতবছরের শেষে কানাঘুষো রটেছিল , তাঁদের নাকি বিচ্ছেদ ও হয়ে গিয়েছে। সে খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবু দীর্ঘদিন তাঁদের একসঙ্গে কোনও ছবি দেখা যায়নি।
Mimi Chakraborty: গান, অভিনয়, রাজনীতি আর পোষ্যদের নিয়েই পার ৩৫টা বছর, আজ মিমির জন্মদিন
এবার প্রেমের সপ্তাহে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। শুধু তাই নয় মেয়ের কয়েকটি সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছেন তিনি।