বার্বির (Barbie) জনপ্রিয়তা ধীরে ধীরে বদলেছে ট্রেন্ডে। ২১ জুলাই বার্বি মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত গোলাপি রঙে মুড়েছে টলিউড থেকে বলিউড। এর আগে বার্বি লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকাররা। এবার এই ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
গোলাপি আউটফিট , সঙ্গে ফ্রিল দেওয়া নেটের রঙিন হাতা। গালে গোলাপি ব্লাশ। ঋতুর কাছে বয়স যেন একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়। বার্বির লুকে , হট পিঙ্ক আউটফিটে ঋতুপর্ণা জমিয়ে দিলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তাঁর ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
উল্লেখ্য, টলিউডে কয়েক দশক কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এখনও হাতে তাঁর পর পর কাজ। এই বয়সেও তাঁর জেলার বিন্দুমাত্র কমতি নেই। দেখুন ঋতুপর্ণার বার্বি লুক।