আইকনিক চরিত্র নটী বিনোদিনীর (Noti Binodini) জুতোয় পা গলাতে চলেছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। বিনোদিনী দাসীর সুস্পষ্ট কোনও ছবি পাওয়া যায় না, তাই 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবিতে রুক্মিনী মৈত্রকে যেভাবে আমরা দেখব তা পুননির্মাণ করা হয়েছে। সোমবার প্রকাশ্যে এল নটী বিনোদিনী রূপে রুক্মিনীর ফার্স্ট লুক। পরিচালক জানান বিনোদিনীর লুক তৈরি করতে চলেছে নিরন্তর গবেষণা। তারপর একে একে জোগাড় করা হয়েছে সাজ-সরঞ্জাম।
Sid-Kiara Reception: রবিবার সন্ধ্যায় সিড-কিয়ারার রিসেপশন, মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে বসবে চাঁদের হাট
ছবিতে দেখা যাচ্ছে রুক্মিনীর পরনে গাঢ় নীল বেনারসি, চওড়া লাল পাড়। সর্বাঙ্গ মোড়া গহনায় কানবালা, সাতনরি হার, মব চেন, মোটা বালা, খোঁপার ফুল- কী নেই! সাবেকি চেয়ারে আভিজাত্যপূর্ণভাবে বসে রয়েছেন তিনি। পরিচালক জানান, নটীর কোমর অবধি চুল। এদিকে রুক্মিনীর হাল ফ্যাশনের ছোট চুল, তা ম্যানেজ দিতে করা হয়েছে হেয়ার এক্সটেনশন। বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ ফেস টোনার। চরিত্রে ইতিমধ্যেই ঢুকেও পড়েছেন অভিনেত্রী, ১৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনীর শ্যুটিং।