বিয়ে করছেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায় । বৃহস্পতিবার সন্ধেবেলা বৈদিক মতে চার হাত এক হবে তাঁদের । আবার একই দিনে রিসেপশনও । তবে, বিয়ের পর কোথায় ঘুরতে যাচ্ছেন তারকা কাপল ? হানিমুনের প্ল্যান কী ?
দিন কয়েক আগে সন্দীপ্তা এক সংবাদমাধ্যমকে জানান, বিয়ের পরই বোধন ২-এর রিলিজে ব্যস্ত হয়ে পড়বেন। তাই সঙ্গে সঙ্গে কোথাও যাওয়া হচ্ছে না। ১২ তারিখ থেকেই কাজে ফিরছেন তাঁরা। অভিনেত্রী জানান, তাঁরা দু'জনেই ঘুরতে খুব ভালবাসেন । তাই এখনই যাওয়া না হলেও, কয়েকমাসের মধ্যেই যাবেন । তবে পাহাড় না সমুদ্র তা এখনও ঠিক হয়নি ।
ঠিক ছিল, ওপেন স্পেসে বিয়ের অনুষ্ঠান সারবেন। সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও হওয়ার কথা খোলা আকাশেই । কিন্তু, বৃষ্টির জন্য তা আর হল কই । তাই খানিকটা মন খারাপই ছিল অভিনেত্রীর । চার দেওয়ালের মধ্যেই গায়েহলুদ সারতে হয় । দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন একটি সুন্দর বাগানে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে। তাই সন্ধ্যায় বৃষ্টি হলে সবই ভিতরে ব্যবস্থা করতে হবে।