ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Bhanu Banerjee Biopic) । কিংবদন্তি অভিনেতার জন্মদিনের দিনেই সামনে এসেছে ছবির পোস্টার। মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন দেবলীনা দত্ত। ‘এক আকাশের নিচে’ সেই বিখ্যাত মেগায় এই দুই জুটির কেমিস্ট্রি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।
ফার্স্ট লুকেই বেজায় প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এমনকি, খোদ ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায়-ও সার্টিফিকেট দিয়েছেন তাঁকে। ‘হাসির রাজা’র ১০৩তম জন্মদিনে 'যমালয়ে জীবন্ত ভানু'র পোস্টার সামনে আনেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, আপামর বাঙালি তাঁকে চেনে ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Banerjee) নামে। কিন্তু ক'জন জানি তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়? ভানু বন্দ্যোপাধ্যায় মানে তো কেবল দমফাটা হাসি আর দুরন্ত অভিনয় না। তার বাইরেও আরো অনেক কিছু। ১৯২০ সালে বিক্রমপুরে জন্ম তাঁর। নিজেকে আজীবন 'ঢাকার পোলা' বলেই পরিচয় দিতেন। একদম ছোটবেলায় শহীদ দীনেশ গুপ্তর সান্নিধ্যে এসে জড়িয়ে পড়া স্বাধীনতা সংগ্রামে। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন।