ফের সিরিয়াল কিলিং। দুর্গাপুরে নাকি খুন হচ্ছে একের পর এক। যে খুনের রহস্য উন্মোচন করবেন পুলিশ অফিসার সৌম্য আর সাংবাদিক ঊষসী। না। এই খুন বাস্তবে হয়নি। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি 'দুর্গাপুর জংশন'-এর মোশন পোস্টার।
মোশান পিকচারে দেখা যাচ্ছে, আচমকাই অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ল একটা হাত। আর হাতের মুঠো থেকে ছিটকে পড়ল কয়েকটা ট্যাবলেট। উপরে ফুটে ওঠে দুর্গাপুর জংশন লেখাটি। আর ব্যকগ্রাউন্ডে তখন বাজছে রহস্য-রোমাঞ্চে ভরা অদ্ভুত একটা মিউজিক। যা দেখে আন্দাজ করা যাচ্ছে এই ট্যাবলেটের বিষক্রিয়াতেই হচ্ছে একের পর এক মৃত্যু।
এই ছবির প্রথম ঝলক উসকে দিচ্ছে হাজারো প্রশ্ন। কিন্তু কী ভাবে খুন হচ্ছে? কারা রয়েছে এই খুনের পিছনে? কীভাবে থামবে এই সিরিয়াল কিলিং? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালকের সঙ্গী হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ওরফে সাংবাদিক ঊষসী ও পুলিশ অফিসার সৌম্য অর্থাৎ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। স্বস্তিকা- বিক্রম ছাড়াও তাঁদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একাবলী খান্না। থাকছেন, রাজদীপ সরকার ও প্রদীপ ধর।
এই দেশে নয়। আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে পরিচালক এই ছবি তৈরি করেছেন পরিচালক। ফলে বোঝাই যাচ্ছে দর্শকদের জমজমাট রহস্য রোমাঞ্চ উপহার দিতে চলেছেন তিনি। গত বছরই এই ছবির শুটিং শেষ হয়েছে। বারবার ছবির মুক্তির তারিখ পিছলেও অবশেষে আগামী ২৫ এপ্রিল ছবি মুক্তি পেতে চলছে।
২০১৬-তে শেষ বার 'সাহেব-বিবি-গোলাম' ছবিতে একসঙ্গে কাজ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বিক্রম চট্টোপাধ্যায়। এই ছবিতে প্রায় আট বছর পর ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। ভরপুর অ্যাকশনে আঁটসাঁট এই ছবির গল্প কি মন কাড়তে পারবে দর্শকদের? সেই উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির পর।