প্রতারণার শিকার হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) । এসএমএস (Sms)-এ আসা একটি লিঙ্কে ক্লিক করতেই খোয়ালেন প্রায় আড়াই লাখ টাকা । ঘটনায় থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি ।
জানা গিয়েছে, বিদ্যুৎ বিলের টাকা দেওয়ার সময় প্রতারণার শিকার হন তিনি । শান্তিলাল (Shantilal faces fraudulent activity) জানিয়েছেন, ১৩ জুন তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস আসে । সেখানে বলা হয়,সেদিনই বিদ্যুতের বিল না দিলে রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে । এই এসএমএস পাওয়ার পরই অ্যাপের মাধ্যমে বিল দেন তিনি । তাঁর দাবি, এরপরই অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে । বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি । তার জন্য ১১ টাকা দিতে হবে । তাঁর ফোনে এই সংক্রান্ত একটি লিঙ্কও পাঠানো হয় । আর ওই লিঙ্কে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ টাকা উধাও হয়ে যায় অভিনেতার ।
আরও পড়ুন, Oscar Committee 2022 : অস্কার কমিটিতে আমন্ত্রিত কাজল, রিমা কাগতিরা, তালিকায় বাঙালি পরিচালকও
সরশুনা থানা ও লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেতা । ব্যাঙ্কেও অভিযোগ করেছেন । প্রসঙ্গত, এবার বিদ্যুতের বিলের মাধ্যমেও নতুন করে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা । সেই ফাঁদে এবার পা দিলেন শান্তিলাল ।