নন্দিতা-শিবপ্রসাদের 'হামি টু' (Haami 2)-এ লাল্টু-মিতালি (Laltu-Mitali) তো থাকছেনই । তবে, এবার আর কিন্তু ভুটুবাবু নেই সিনেমায় । একটু কি মন খারাপ হয়ে গেল আপনাদের ? চিন্তা করবেন না । এবার, হামির মিষ্টতা বাড়াতে তিন নতুন খুদে সদস্যকে নিয়ে আসছেন শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) । বিশ্বকর্মা পুজোয় তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায় (Nandita Roy) ।
'হামি টু'-এ একেবারে নতুন পরিবার, নতুন গল্প । লাল্টু-মিতালি আছেন । সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা । তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি । বিশ্বকর্মা পুজোর দিন তাঁর নতুন পরিবারের সঙ্গে আলাপ করালেন লাল্টু । মিতালিও ছিলেন সঙ্গে । লাল্টুর সঙ্গে জমিয়ে ঘুড়ি ওড়াল তিন খুদে । সিনেমার অন্যতম কারিগর নন্দিতা রায়ও উপস্থিত ছিলেন সেখানে ।
পরিচালক নন্দিতা রায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সব সময়ই নতুন প্রতিভা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এ ক্ষেত্রেও দর্শক নিরাশ হবেন না।” অন্যদিকে, গার্গী রায়চৌধুরী জানিয়েছেন, এই কয়েক বছরে অনেক বেশি তিনি মিতালিকে ভালবেসে ফেলেছেন । তাই মাঝে কয়েক বছর বিরতি থাকলেও, মিতালিকে তাঁর থেকে আলাদা করা খুবই কঠিন । ক্রিসমাসে মুক্তি পাচ্ছে 'হামি টু'।