সোহমের (Soham Chakraborty) কথা মতোই রবিবার তাঁর ও সুস্মিতার 'পাকা দেখা' (Paka Dekha) হল । এবার শুভ পরিণয়ের অপেক্ষা । তারও দিনক্ষণ জানিয়ে দিলেন অভিনেতা । আগামী ২ সেপ্টেম্বর (Paka Dekha Movie Release Date) শুভদিন ঠিক করা হয়েছে । এদিনই শুভ পরিণয় সম্পন্ন হচ্ছে দু'জনের । বিশেষ দিনে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন সোহম ।
ঠিকই ধরেছেন । সেপ্টেম্বরের ২ তারিখ সোহমের আগামী ছবি 'পাকা দেখা'মুক্তি পাচ্ছে । একদিন আগেই, সোহম জানিয়েছিলেন, ৩১ জুলাই, রবিবার 'পাকা দেখা'নিয়ে বড় কিছু ঘোষণা করতে চলেছেন । অভিনেতার কথা মতোই সিনেমা মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হল । একইসঙ্গে মুক্তি পেয়েছে ছবির পোস্টার । যেখানে একটি গাড়িতে সোহম ও সুস্মিতাকে দেখা যাচ্ছে । আর গাড়ির নিচে পান পাতায় বড় বড় করে লেখা 'পাকা দেখা'।
আরও পড়ুন, Dev in Varanasi : গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লেপা চন্দন, কাশী বিশ্বনাথ মন্দিরে দেব
সিনেমায় সোহম চক্রবর্তীর(Soham Chakraborty) সঙ্গে জুটি বাঁধছেন 'প্রেম-টেম'-এর নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । বিয়ের প্রস্তুতির প্রেক্ষাপটে এই সিনেমার গল্প দানা বাঁধবে । ব্যাঙ্ক কর্মীর চরিত্রে অভিনয় করছেন সোহম । অন্যদিকে, আইটি সেক্টরের কর্মীর চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে । সুস্মিতা-সোহম ছাড়াও এই ছবিতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণি সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় এবং দীপঙ্কর দে ।