শুক্রবার টলিপাড়ার মন্টু পাইলটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী দর্শনা বনিক। অপেক্ষা আর কয়েক ঘন্টার মাত্র। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যেই অনুরাগীদের সঙ্গে নিজের অধিবাসের ছবি শেয়ার করলেন দর্শনা।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ঘিয়ে রঙের মুগা তসরের শাড়িতে সেজে উঠেছেন দর্শনা। সঙ্গে মানানসই লাল রঙের ব্লাউজ। পরনে হালকা গয়না। মাথায় টোপর পরে সেজে উঠেছেন হবু বউ দর্শনা।
বিয়ের সপ্তাহ দুয়েক আগে থেকেই জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন সৌরভ-দর্শণা দুজনেই। ১৫ ডিসেম্বর সাবেকি মতেই বিয়ে হবে দুজনের।
আরও পড়ুন - বড় পর্দায় লেখিকার জীবন, ছবির কেন্দ্রীয় চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী
কনে সব অনুষ্ঠানের জন্য তুলে রেখেছেন নানা রঙের বেনারসি। সৌরভ ডি ডে তে পরবেন জামদানি ও কাঁথার কাজের কুর্তা এবং তসর ধূতি।