বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিতে ভালবাসেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree) । প্রায়ই রাজের বাড়িতে বসে আড্ডার আসর । বিজয়া পার্টিতেও (Bijaya Party) তার অন্যথা হল না । সম্প্রতি, রাজ তাঁর বাড়িতে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন । আর সেখানেই দেখা গেল টলিউডের এক ঝাঁক তারকাকে । তবে, তাঁরা শুধু টলিউডের (Tollywood) তারকা নন, রাজনীতির মুখ । কেউ বিধায়ক, কেউ মন্ত্রী...বলতে গেল রাজের বাড়িতে (Bijaya Party at Raj Chakraborty's house) একেবারে জমে গেল 'তৃণমূলী আড্ডা' ।
বিজয়া সম্মিলনীতে কে ছিলেন না ? বাবুল সুপ্রিয় (Babul Supriyo), সোহম চক্রবর্তী, জুন মালিয়া, অদিতি মুন্সি থেকে সায়ন্তনী, নুসরত সঙ্গে যশ ও আরও অনেকে । বাবুল সুপ্রিয়-র গানে জমে ওঠে বিজয়া সম্মিলনীর আসর । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী । আর সেই ভিডিওতে সবথেকে বেশি নজর কাড়লেন যশ-নুসরত । দু'জনের খুনসুটি ধরা পড়ল রাজের ক্যামেরায় । সেইসঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে, 'তৃণমূলী আড্ডা'-তে যশ, তাহলে কি ঘাসফুলে শিবিরে তার নাম লেখানো সময়ের অপেক্ষা ? সময়ই তার উত্তর দেবে । তবে, গানে গানে শুভশ্রীদের আড্ডার ভিডিও মন কেড়েছে নেটিজেনদেরও ।
আরও পড়ুন, Sudipa Chatterjee : শাড়ি-গয়নার পোস্ট করে ফের কটাক্ষের শিকার সুদীপা, নৈতিক শিক্ষা নিয়ে উঠল প্রশ্ন
পুজোর সময়ও রাজের বাড়িতে বসেছিল জমজমাটি আড্ডার আসর । সস্ত্রীক সোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং আরও অন্য বন্ধুদের সঙ্গে পুজোর বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী ।