শহরজুড়ে শীতের আমেজ (Winter) । আর এসময় বাঙালির চিড়িয়াখানা (Zoo) দর্শন মাস্ট । তাই, সামান্য শীত পড়তেই ছেলে ইউভানকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় গেলেন শুভশ্রী (Subhashree Ganguly) । বর্তমানে টলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । কিন্তু, শত ব্যস্ততার মধ্যেও মা তাঁর ছোট্ট ইউভানকে সময় দিতে ভোলেন না । সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মা-ছেলের জুটির খুনসুটির মুহূর্ত দেখেছেন নেটিজেনরা । ইউভানের বিভিন্ন মুহূর্ত লেন্স বন্দী করে রাখেন শুভশ্রী (Subhashree Ganguly with Yuvaan at Zoo) । এবারও রাখলেন । ইউভানের প্রথমবার বাঘ দেখা, সাপ, কুমীরের সঙ্গে পরিচয় হওয়া...মায়ের কোলে চড়ে চিড়িয়াখানা ঘুরে দেখা...সবটা ক্যামেরাবন্দী করলেন অভিনেত্রী ।
সম্প্রতি, প্লে স্কুলের বন্ধুদের সঙ্গে ইউভান আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। বাকিদের মায়ের মতোই বাসে করে ইউভানকে নিয়ে চিড়িয়াখানায় পৌঁছন শুভশ্রী । বাসে যাওয়ার পথে দুই বছরের ইউভানের আধো আধো ভাবে ‘জু়’ ‘ফরেস্ট’ বলা, বন্ধুদের সঙ্গে খুনসুটির মুহূর্তের ভিডিও শেয়ার করেন শুভশ্রী । চিড়িয়াখানা পৌঁছতেই ছেলেকে নিয়ে বাঘ, সিংহ, পাইথন,হাতি, গন্ডার দর্শন করলেন । আর এসবের ফাঁকে পেটপুজো সেরে নেন শুভশ্রী-ইউভান । সকলের সঙ্গে মাটিতে শতরঞ্চি বিছিয়ে বসে চলল খাওয়া-দাওয়া । মা-ছেলের এই মিষ্টি ভিডিয়োকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।
আরও পড়ুন, Anupam Roy : কাতারের গ্যালারিতে ভারতের পতাকা হাতে অনুপম, নীল-সাদার জোয়ারে ভাসলেন গায়ক
শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে ‘বৌদি ক্যান্টিন’ ছবিতে। খুব শীঘ্রই ‘ডক্টর বক্সী’ ছবিতে দেখা যাবে তাঁকে । এছাড়াও হইচই-এর ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এও দেখা যাবে তাঁকে । দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।