সম্প্রতি তাঁর ওয়েব সিরিজ বিজয়া হইচই ফেলে দিয়েছিল। বাংলার ওটিটি প্ল্যাটফর্মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট নিয়ে তৈরি এই সিরিজ কার্যত বুক কাঁপিয়ে দিয়েছিল আধুনিক মায়েদের। মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
মোবাইল পর্দার পর এবার বড় পর্দায়। ফের জুটি বাঁধছেন পরিচালক সায়ন্তন ঘোষাল ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন ছবির নাম অশনি। এখানেও ছবির প্রেক্ষাপট কলকাতা শহরে এক মায়ের মেয়ের জন্য উদ্বেগ। এই ছবিতে স্বস্তিকার মেয়ের ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ফ্লোরে চলে আসবে এই ছবি। সায়ন্তনের পরিচালনায় এই ছবিতে রয়েছেন একঝাঁক তারকা। তালিকায় শিলাজিৎ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। প্রযোজক প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়।
২০১৭ সালে পরিচালক হিসাবে টালিগঞ্জে অভিষেক হয়েছিল সায়ন্তন ঘোষালের। বক্স অফিসে তাঁর প্রথম ছবি যকের ধন বেশ ভালই ব্যবসা করেছিল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালনায় ব্যোমকেশ। সেই ছবিতে ব্যোমকেশ হয়েছিল পরমব্রত। অজিতের ভূমিকায় দেখা গিয়েছিল রুদ্রনীল ঘোষকে।
সিনেমার পাশাপাশি মোবাইলের পর্দায় তাঁর বেশ কিছু কাজের প্রশংসা করেছেন দর্শকরা। ২০২০ সালে সায়ন্তনের তৈরি লালবাজার সিরিজ পুরস্কারও জিতেছিল। এছাড়া থ্রিলার হিসাবে প্রশংসা পেয়েছিল গোরা।