Writwick Mukherjee : চুপিচুপি বিয়ে ! দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে ঋত্বিকের, দিশার আগে কাকে মন দেন অভিনেতা ?

Updated : Nov 29, 2024 18:09
|
Editorji News Desk

তবু হঠাৎ ভর-দুপুরে দক্ষিণ হাওয়া বয়,
কী না জানে চলতে চলতে ভালবাসা হয়
এই পথ যদি না শেষ হয়...

ঊর্মির জন্য এই কথাগুলোই মনে মনে বলেছিল সাত্যকী । এবার বাস্তব জীবনের ঊর্মির সঙ্গে হাতে হাত রেখে নতুন পথ চলার অঙ্গীকার করে ফেললেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় । বিয়ে করেছেন টুকাই দা । দীর্ঘদিনের প্রেমিকা দিশা দাসের সঙ্গে চুপিচুপি সইসাবুদ সেরে ফেললেন ঋত্বিক । ২৫ নভেম্বর বিয়ের সানাই বাজল । পরিবার ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন ঋত্বিক-দিশা ।

ঋত্বিকের মনের মানুষ দিশা দাস কে ? কীভাবে তাঁদের প্রেম, জানেন ?

দিশা জনপ্রিয় মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরও । কাজের সূত্রেই দু'জনের আলাপ । চলতি বছর মে মাস নাগাদ যখন দিশাকে নিয়ে ঋত্বিকের প্রেম জল্পনা তুঙ্গে, সেইসময় নায়ক জানিয়েছিলেন, প্রেম ট্রেম কিচ্ছু নয়। পাঁচতারা হোটেলের আউটডোর শুট করতে গিয়ে তাঁরা একসঙ্গে রিল বানান । সেই রিল প্রকাশ্যে আসার পর থেকেই এত হই হট্টগোল হচ্ছে । কিন্তু, প্রেম নাকি করছেন না । তবে সময় যত এগিয়েছে, ঋত্বিকের সোশ্যাল মিডিয়া পোস্ট অন্য ইঙ্গিতই দিয়েছে বারবার । পরে অবশ্য প্রেমের কথা স্বীকার করে নেন ।  

জানা গিয়েছে, দিশা ও ঋত্বিকের প্রেমের বয়স নাকি এক বছর । তাঁদের প্রেমের সাক্ষ্মী থেকেছে পাহাড়, সমুদ্র, নদী...যখনই সময় পেয়েছেন, হাতে হাত রেখে বেরিয়ে পড়েছেন অজানার উদ্দেশে । ঋত্বিকের সোশ্যাল মিডিয়াজুড়ে শুধু তাঁর ও দিশার ছবি । পাহাড়ে, সমুদ্রে রোম্যান্টিক মুহূর্ত কাটিয়েছেন । সম্প্রতি অক্টোবর মাসেই পাহাড়কে সাক্ষী রেখে দিশার সামনে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করতে দেখা গিয়েছে 'টুকাইবাবু'-কে । প্রকৃতির মাঝে তাঁদের প্রেমের রং ছড়িয়েছে । ঋত্বিকের বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, মন দিতে চাই ধারাবাহিকের তিতির  অর্থাৎ অরুণিমা হালদার । অভিনেতার বিয়ের ছবি পোস্ট করে অরুণিমা লেখেন,  'যতই কর বাহানা, যতই বল না না না। শুভেচ্ছা ঋত্বিক আর দিশা।' ছবিতে নতুন জুটির সঙ্গে বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখও দেখা গিয়েছে ।

তবে, দিশার আগে ঋত্বিকের জীবনে একাধিক প্রেম এসেছে । মন দিতে চাই ধারাবাহিকে অভিনয়ের সময় সহকর্মী শ্রীতমার সঙ্গে ঋত্বিকের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়ায় । অফস্ক্রিনে সোমরাজ-দোয়েলের সম্পর্ক ছিল ভাসুর-জা-এর । কিন্তু, বাস্তবে নাকি  তাঁদের সম্পর্কে জুড়েছিল প্রেমের রং । সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শ্রীতমার সঙ্গে ছবি পোস্ট করতেন ঋত্বিক । সেইসময় ঋত্বিক জানিয়েছিলেন, এমনিই ছবি পোস্ট করেছিলেন । তার পিছনে অন্য কোনও কারণ ছিল না । তাঁরা প্রেম করছেন না । মাত্র কয়েক দিনের আলাপ । তাঁরা খুব ভাল বন্ধু । দর্শকদের মন চাইলে তাঁরা যা ইচ্ছে ভাবতেই পারেন। 

কিন্তু, গত বছর পুজোর আগেই নাকি প্রেম ভাঙে তাঁদের । এমনই গুঞ্জন টলিপাড়ায় । তারপর থেকে শ্রীতমাকে নিয়ে করা একের পর এক ইনস্টাগ্রাম পোস্টও ডিলিট করে দিয়েছেন ঋত্বিক । একে অপরকে আনফলোও করেছেন তাঁরা । জানা গিয়েছে, তারপরই ঋত্বিকের জীবনে আসেন দিশা । 

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় । মধ্যবিত্ত পরিবারের ছেলে ঋত্বিক । মঞ্চ দিয়ে অভিনয় জগতে পার রাখেন ঋত্বিক । এক সাক্ষাৎকারে তিনি জানান, মঞ্চ দিয়ে অভিনয় শুরু । পরে সেটা ছেড়ে এক অনলাইন ডেলিভারি সংস্থায় সুপারভাইজারের চাকরি করতেন । তবে, অভিনয়ের সুযোগ আসে বড়পর্দায় । সিনেমা, সিরিজ দিয়ে শুরু, পরে ছোটপর্দায় পা রাখেন । সিরিয়ালে তাঁর প্রথম ব্রেক 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে । তারপর মন দিতে চাই আর এখন আনন্দী ধারাবাহিকে দেখা যায় ঋত্বিকে । ছোটপর্দার জগতে অল্প কয়েকদিনের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন ঋত্বিক ।

দাদাগিরি-তে  অভিনেতা বলেছিলেন, তিনি যখন চতুর্থ শ্রেণির ছাত্র তখনই তাঁর বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় থেকে চলছে তাঁর জীবন সংগ্রাম। একটা সময় কলেজ, স্কুলের বাইরে লিফলেট বিলি করতেন ঋত্বিক । লকডাউনে সবজিও বিক্রি করেছেন । তবে, এখন পরিস্থিতি বদলেছে । অভিনেতা হিসেবে মন জয় করে নিয়েছেন । এখন তাঁর জীবনে জুড়ল নতুন অধ্যায়ও । আর এই নতুন অধ্যায়ে মনের মানুষকে নিয়ে 'একফালি সুখ সাজানো'-র স্বপ্ন দেখছেন ঋত্বিক ।

Writwick Mukherjee

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন