কিছু মাস আগেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন অবসরের কথা। স্বভাবতই বাংলা ছবির দর্শকদের আক্ষেপের শেষ ছিল না। অবশেষে ‘বেণু দা’ পর্দায় ফিরছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই ছবিতেই একসঙ্গে দেখা মিলবে বাবা-ছেলের। হরবল্লভ রায়ের চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী, রঙ্গরাজের চরিত্রে দেখা মিলবে অর্জুনের।
Mithai-Soumitrisha Kundoo: ভাঙা পড়েছে মনোহরার সেট, নতুন জায়গায় অসুস্থ হয়ে পড়লেন মিঠাই
এই প্রসঙ্গে সব্যসাচী জানান , সেমি-রিটায়ারমেন্ট মুডে রয়েছেন এখন তিনি। এখন কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি এও জানান,”কিছুটা ছোট ছেলে অর্জুনেরও হাত আছে। ও নিজেও যে হেতু ওই ছবিতে অভিনয় করছে, বার বার বলেছে যেন এই কাজটা করি। আশা করি ভালই হবে।”