রবিবার, ৭ অগাস্ট ছিল বন্ধুত্বের দিবস । আর এই বিশেষ দিনেই 'হামি টু'- (Haami 2 poster revealed) এর পোস্টার প্রকাশ্যে আনল উইন্ডোজ প্রোডাকশন হাউজ । সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এইবছর ক্রিসমাসেই মুক্তি পাচ্ছে সিনেমা ।
'হামি টু'-এর পোস্টারে (Haami 2) কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি । সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে রয়েছে ছোট ছোট শিশু । সাজ পোশাকে রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা । পুরোটাই অ্যানিমেশনে করা হয়েছে । পোস্টার শেয়ার করে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে । ক্যাপশনে লেখা, 'হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ... নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!'
আরও পড়ুন, Raksha Bandhan 2022 : সিনেমাতেই এবার কাটাতে পারেন রাখি, বাংলা-হিন্দি মিলিয়ে মুক্তি পাচ্ছে ৫টি সিনেমা
বড় পর্দায় আসছে 'হামি'(Haami)-র সিক্যুয়েল 'হামি টু'(Haami 2) । আগেই সেকথা ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee) । গত বছর থেকেই শুটিং শুরু হয়ে গিয়েছে । জানা গিয়েছে, এবার 'হামি টু'-এ একাধিক চমক থাকবে ।