টলিপাড়ায় বিগত ছ'মাসে যেন বিয়ের হিড়িক পড়েছিল। একে একে বিয়ে করেছেন অনেকেই। কেউ করেছেন 'বিগ ফ্যাট ওয়েডিং', কারোর বিয়ে আবার হয়েছে একেবারেই ঘরোয়া ছিমছাম ভাবে। তবে হানিমুনের ব্যাপারে কম বেশি সকলেই মন খুলে খরচ করেছেন। নবদম্পতিদের কেউ কেউ বিয়ে করেই শহর ছেড়েছেন। কেউ আবার ব্যস্ত শিডিউলে ফিরে হাতের কাজ কর্ম গুটিয়ে শান্তিতে উপভোগ করেছেন মধুচন্দ্রিমা।
আজ দেখে নেব, টলি কাপলদের কিছু ফেভারিট হানিমুন ডেস্টিনেশন।
সন্দীপ্তা-সৌম্য (ইতালি-ভেনিস)
ছোট-বড় পর্দা-ওটিটিতে সমান তালে অভিনয় করে চলা সন্দীপ্তা সেনের বিয়ে নিয়ে চারপাশে আলোচনা ছিলই। চুপিসারে নয়, ঘটা করেই বিয়ে করেছেন সন্দীপ্তা। পাত্র সৌম্য মুখোপাধ্যায় গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নন, তবু সন্দীপ্তার পেশার কারণেই দু'জনের আলাপ, সেখান থেকে বন্ধুত্ব গড়িয়ে প্রেম, তারপর বিয়ে। বিয়ের আগেও সন্দীপ্তা সৌম্য একসঙ্গে অনেকবারই দেশ-বিদেশে ঘুরতে গিয়েছেন, তবে হানিমুন তো একটু স্পেশাল ছিলই। মধুচন্দ্রিমার জন্য দু'জনে বেছে নিয়েছিলেন ইতালি এবং ভেনিস।
পরমব্রত-পিয়া (ডাবলিন, আয়ারল্যান্ড)
গত বছরের শেষের দিকে দুজনের বিয়ের খবর এসেছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। প্রেমের জল্পনা থাকলেও বিয়ের খবর একেবারেই অপ্রত্যাশিত ছিল। বিয়ের আগে ঘুণাক্ষরেও সেই খবর পৌঁছয়নি পাপারাৎজিদের কাছে। সামাজিক বিয়ে নয়, পরম-পিয়া বেছে নিয়েছিলেন রেজিস্ট্রি। কাছের মানুষ, আত্মীয় স্বজনদের নিয়ে ছিমছাম ছিল বিশেষ দিনের আয়োজন। বিয়ের পর পিয়া সোশ্যাল মিডিয়ায় ঘনঘন ছবি শেয়ার করলেও হানিমুন নিয়ে তেমন কিছুই বলেননি। তবে বড়দিনের আগে দু'জনে গিয়েছিলেন ডাবলিন। তাই আয়ারল্যান্ডেই হানিমুন সেরেছেন নবদম্পতি, ধরে নেওয়া হয়েছে এমনটাই।
অনুপম-প্রশ্মিতা (ইস্তানবুল)
পিয়া-পরমের বিয়ের মাস দুয়েকের মধ্যেই খবর এল দুই টলি গায়ক-গাইকা অনুপম-প্রশ্মিতা নতুন জীবন শুরু করতে চলেছেন একসঙ্গে। এই দম্পতিও রেজিস্ট্রির মাধ্যমেই বিয়ে সেরেছেন, তবে টলিপাড়ার অনেকেই সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের পরপর দুজনেই পেশাগত কারণে দারুণ ব্যস্ত হয়ে পড়েন। অবশেষে হাতের কাজ শেষ করে দু'জনে পাড়ি দিয়েছিলেন ইস্তানবুল। এমনিতে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি খুব একটা পোস্ট করেন না গায়ক দম্পতির কেউই। কিন্তু টার্কি থেকে মধুচন্দ্রিমার নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রশ্মিতা।
আদৃত-কৌশাম্বী (গোয়া)
বাংলা টেলিভিশনের খুব জনপ্রিয় জুটি আদৃত কৌশাম্বীর চার হাত এক হল সম্প্রতি। 'মিঠাই' ধারাবাহিক থেকে দুজনের আলাপ। একে অন্যের বিপরীতে ছিলেন না। কিন্তু শুটিং ফ্লোরেই মন দেওয়া নেওয়ার পালা সারা হয়েছিল আদৃত কৌশাম্বীর। তবে বিয়ের আগে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা দু'জনে সামনে আনেননি। বিয়ের পর অবশ্য কৌশাম্বী ঘনঘন ছবি দেন। হানিমুনের ছবিও পোস্ট করেছেন। জনপ্রিয় টেলি কাপল তাঁদের হানিমুনের জন্য বেছে নিয়েছেন গোয়া। গোয়ার প্রাক বর্ষার একগুচ্ছ ছবি শেয়ারও করেছেন।
রূপাঞ্জনা-রাতুল (কাশ্মীর)
গত মাসেই বিয়ে করেছেন টেলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। যে কারণে অভিনেত্রীর বিয়ে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, তা হল, ছেলেকে পাশে বসিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রূপাঞ্জনা। পাত্র রাতুল মুখোপাধ্যায়। দুজনের সম্পর্ক অনেক দিনের। ভরা গরমে বিয়ে করেছেন। কিছুদিনের মধ্যেই হানিমুন। মধুচন্দ্রিমার জন্য রূপাঞ্জনা-রাতুল বেছে নিয়েছেন ভূ-স্বর্গ। কাশ্মীরের উপত্যকায় মিয়া-বিবির ছবি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কখনও ডাল লেকে শিকারায় সময় কাটাচ্ছেন, কখনও পাহাড়ি নিসর্গে বুনছেন রূপকথা।