হিন্দি টেলিভিশন অভিনেত্রী তুনিশার (Tunisha Sharma Death) মৃত্যুর ঘটনায় গ্রেফতার সহ-অভিনেতা তথা 'বয়ফ্রেন্ড' শেজান খান (Sheezan Khan) । শনিবারই তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রীর মা । সেই অভিযোগের ভিত্তিতে শেজানকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ।
তুনিশার সঙ্গে শেজানের প্রেম নিয়ে গুঞ্জন ছিল । অভিনেত্রীর মা পুলিশে শেজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি । তুনিশার মায়ের অভিযোগ, সম্প্রতি মেয়ের প্রেম ভেঙেছিল । সেজন্যও মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে । অভিযোগের ভিত্তিতে শনিবার শেজানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তার পরেই আত্মহত্যার প্ররোচনার মামলায় পুলিশ শেজ়ানকে গ্রেফতার করে।
আরও পড়ুন, Tunisha Sharma Death : আত্মহত্যায় 'প্ররোচনা', সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তুনিশার মায়ের
২০০২ সালের ৪ জানুয়ারি তুনিশার জন্ম হয়। ২০১৫ সালে সোনি টিভিতে ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ ধারাবাহিকে চাঁদ কানওয়ার চরিত্র দিয়ে তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন। একই বছর কালারস টিভিতে চক্রবর্তী অশোক সম্রাট ধারাবাহিকে রাজকুমারী অহঙ্কারার চরিত্রে অভিনয় করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ধারাবাহিক এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিয়োতেও। এছাড়া, তিনি ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। হিন্দি সিনেমার মধ্যে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ফিতুর, বার বার দেখো, দাবাং থ্রি, কাহানী -২ এর মতো বিগ বাজেটের ছবি।