উইকেন্ডে সুখবর৷ পর্দায় ফিরছেন সবার প্রিয় উর্মি ওরফে অন্বেষা হাজরা। এবার তাঁর ঠিকানা স্টারজলসা। নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা' নিয়েই পর্দায় ফিরলেন অন্বেষা। শনিবার প্রকাশ্যে এল এই নতুন ধারাবাহিকের প্রোমো৷ সন্ধ্যা এবং তারা দুই বোনের গল্পই বলবে এই ধারাবাহিক। বাবা মরা দুই মেয়ে। সন্ধ্যার ভূমিকায় অন্বেষা। বোনের ভূমিকায় অভিনেত্রী অমৃতা দেবনাথ। নিজে ফসল ফলায় সন্ধ্যা, বোন পড়ে কলকাতার কলেজে৷ কিন্তু গল্পের মোড় এসে মেলে একজায়গায়। সন্ধ্যা এবং তারার 'মনের মানুষ'টি কার্যত মিলে যায়। এরপর কীভাবে এগোবে গল্প সেটিই দেখার। নায়কের চরিত্রে নতুন মুখ সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।
এতদিন পর অন্বেষাকে পর্দায় ফিরে পেয়ে যারপরনাই খুশি দর্শকেরা। কিন্তু কেউ কেউ আবার প্রোমো দেখেই মন্তব্য করেছেন যে এবারেও সেই একই দুই বোনের গল্প। সাহানা দত্তের মিসিং ক্রু প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে লিড চরিত্রে থাকছেন অন্বেষা। শুরুতে শোনা গিয়েছিল এই সিরিয়ালে অন্বেষার নায়ক হতে পারেন রিজওয়ান রব্বানি শেখ মানে ‘নবাব নন্দিনী’র নায়ক। পরে তার বদলে নেওয়া হয় নতুন মুখকে।