চলতি সপ্তাহের টিআরপি তালিকা এল নির্দিষ্ট সময়েই । গত সপ্তাহের তুলনায় এবার নম্বর বেড়েছে ধারাবাহিকগুলির । ভাল ফল করছে নতুন সিরিয়াগুলিও । এ সপ্তাহের টিআরপিতে কোন ধারাবাহিক বাজিমাত করল, কার নম্বর কমল, দেখে নেওয়া যাক একনজরে ।
টিআরপি তালিকায় প্রথম দুইয়ের মধ্যে ঘটেছে রদবদল । এবার ফুলকি-কে হটিয়ে বেঙ্গল টপার হয়েছে পর্ণা-সৃজন । ৭.২ নম্বর নিয়ে প্রথম স্থানে এই ধারাবাহিক । পর্ণা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গত সপ্তাহের টপার ফুলকি । প্রাপ্ত নম্বর ৭ । তৃতীয় স্থান ধরে রেখেছে কোন গোপনে মন ভেসেছে । অনির্বাণ-শ্যামলীর কাছে আসা, এরই মাঝে অনির্বাণের জীবনে পুরনো প্রেম ফিরে আসা...সব মিলিয়ে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক । নম্বর পেয়েছে ৬.৭ ।
চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে কথা (৫.৯) ও জগদ্ধাত্রী(৫.৮) । একসময় টিআরপি টপার ছিল এই ধারাবাহিক । কিন্তু, সম্প্রতি অনেকটাই নম্বর কমে গিয়েছে জ্যাস সান্যালের । তুলনায় ভাল ফল করছে সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলি । তার মধ্যে একটি হল শুভ বিবাহ । ৫.৭ নম্বর নিয়ে সপ্তম স্থানে এই সিরিয়াল ।
ষষ্ঠ থেকে দশমের তালিকায় কোন ধারাবাহিকগুলি ?
ষষ্ঠ - গীতা এলএলবি (৫.৭)
সপ্তম - শুভ বিবাহ (৫.৪)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৩)
নবম- উড়ান (৫.০)
দশম - রোশনাই (৪.৯)