‘মীরাক্কেল’, ‘দাদাগিরি’ খ্যাত পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Subhankar Chatterjee), এবার তাঁর বিরুদ্ধে উঠল মত্ত অবস্থায় অচেনা মহিলাকে একাধিকবার ভিডিয়ো কল করার অভিযোগ। শ্রেয়সী চক্রবর্তী নামের ওই মহিলা অভিযোগ জানিয়ে ফেসবুকে লেখেন, বুধবার ২.১৭ থেকে ৩টে পর্যন্ত শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁকে ২৪বার ভিডিয়ো কল করেছিলেন। তিনি আরও জানান, শুভঙ্করের সঙ্গে তাঁর কোনও পূর্বপরিচিতিও নেই। শ্রেয়সী লিখছেন, ‘শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।”
TRP List : ‘জগদ্ধাত্রী’র কুর্সিতে জোর ধাক্কা, TRP তালিকায় এবারের বেঙ্গল টপার কে ?
ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে অবশ্য শুভঙ্কর অভিযোগকারী শ্রেয়সীকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন, অনুরোধ করেছিলেন পোস্ট ডিলিট করে দেওয়ার। উত্তরে শ্রেয়সী দেবী জানান, তিনি পোস্ট ডিলিট করবেন না, কিন্তু পরিচালকের Appology তিনি গ্রহণ করেছেন।