সৌরভের দাদাগিরির (Dadagiri) মঞ্চে এবার নতুন চমক শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) । আগামী এপিসোডে সৌরভের (Sourav Ganguly) অতিথি হিসাবে হাজির থাকবেন তিনি । জাহ্নবীর সঙ্গে নাচে পা মেলাবেন দাদাও ।
সম্প্রতি, চ্যানেলের তরফে 'দাদাগিরি'-র আগামী এপিসোডের একটি প্রোমো শেয়ার করা হয়েছে । এই এপিসোডের প্রতিযোগী হিসাবে থাকছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা । প্রোমোতে, সবুজ রঙের শিফন শাড়িতে দেখা গেল জাহ্নবীকে । দাদার সঙ্গে ঝিংগট গানে নেচে মঞ্চ জমিয়ে দেন জাহ্নবী । এরপরেই সৌরভকে বলতে শোনা যায়, এর আগে দাদাগিরিতে এসেছেন জাহ্নবীর বাবা প্রযোজক বনি কাপুর ও মা শ্রীদেবী । জাহ্নবী আসায় সেই বৃত্ত পরিপূর্ণ হল ।
জাহ্নবীর মুখে শোনা গেল বাংলা কথাও । তিনি জানান, তিনি বাংলায় একটা শব্দই জানেন । সেটা হল, 'তাড়াতাড়ি কর' । এই এপিসোডটি সম্প্রচারিত হবে ১৫ মে । আপাতত, জাহ্নবীর সঙ্গে সৌরভের 'দাদাগিরি' দেখতে রবিবারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা ।