মাত্র কয়েকদিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি। অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনয় করছেন অনিকেত এবং শ্যামলীর চরিত্রে। ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে, দাদা বৌদির চক্রান্তের শিকার হয়ে শ্যামলীকে প্রপোজ করতে গিয়ে প্রাণ যায় কিঞ্জলের।
Iman Chakraborty: ইমনের ব্যাগের একটি মাত্র পকেটেই থাকে প্রায় ২১ খানা জিনিস, যেন আস্ত সংসার
সেদিন কিঞ্জলের সঙ্গেই শ্যামলীর দেখা হয়েছিল, শুধু তাই নয় শ্যামলীকে ১০ লক্ষ টাকা দিয়েওছিল কিঞ্জল। তাতেই সন্দেহ শুরু হয়, কিঞ্জলকে খুন করেছে শ্যামলী। এরইমধ্যে প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যায় ,শ্যামলীর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন মামনি। আর তার জেরেই অনিকেত বিয়ে করে শ্যামলীকে। এই বিশেষ মহাপরিণয় পর্ব দেখানো হবে আগামী ২৫ জানুয়ারি।