টিআরপি টপার নিম ফুলের মধু ধারাবাহিকে ফের নতুন টুইস্ট । পুঁটি কিডন্যাপের ট্র্যাক মিটতে না মিটতেই এবার বড় সমস্যায় সৃজন । এবার দত্ত বাড়িতে নয়, জেলে কাটাতে হবে সৃজনকে । ধারাবাহিকের নয়া প্রোমোতে সেরকমই দেখা গিয়েছে । আর সবটাই হয়েছে ঈষার চক্রান্তে । কিন্তু, পর্ণার চ্যালেঞ্জ, সে যে করে হোক সৃজনকে বাঁচাবে । শেষ পর্যন্ত কী হয়, তা দেখার জন্য উদগ্রীব দর্শকরা । ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত মহাসপ্তাহে দেখা যাবে এপিসোডটি ।
ধারাবাহিকের নয়া প্রোমোতে দেখা গিয়েছে, জেলে বন্দী সৃজন । পর্ণাই তার ভরসা । এদিকে ঈষা চ্যালেঞ্জ করে পর্ণাকে । সৃজনের এমন অবস্থার জন্য সে দায়ী তা স্বীকার করে ঈষা । কিন্তু, পর্ণা জানায়,এবার তার ক্ষমতা দেখবে ঈষা । পর্ণার পরবর্তী পদক্ষেপ কী হয়, তা দেখার জন্য অপেক্ষায় দর্শকরা ।
বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের মুকুট রয়েছে পর্ণার মাথায় । একের পর এক টুইস্ট রাত আটটার স্লটে দর্শকদের ধরে রাখতে পেরেছে ধারাবাহিক । আগামী পর্বগুলি কোন দিকে মোড় নিতে চলেছে, তা সময়ই বলবে । ২