হানি-সোনামনির 'শুভ বিবাহ'-এর দিনক্ষণ প্রকাশ্যে । ১৯ জুন থেকে স্টারের ছাদনাতলায় শুরু হচ্ছে বিয়ের প্রস্তুতি । যদিও এ বিয়ে সাধারণ বিয়ে নয় । সুধা ডিভোর্সি । আর তা শুনলেই পিছিয়ে যায় পাত্রপক্ষ । এরই মাঝে বড় পরিবারের ছেলে তেজ-এর সঙ্গে বিয়ের সমন্ধ আসে সুধার । কিন্তু, সেখানেও একই সমস্যা । তারপরেও দু'টি মন মিলবে । কীভাবে এক সুতোয় বাঁধা পড়বে দু'টি মন ? সেই গল্পই শোনাবে ধারাবাহিক শুভ বিবাহ । ধারাবাহিকের প্রোমো আগেই প্রকাশ্যে এসেছে । এবার জানা গেল সম্প্রচারের তারিখ ।
তেজ ও সুধার ভূমিকায় অভিনয় করবে জনপ্রিয় দুই নায়ক-নায়িকা । তেজের চরিত্রে দেখা যাবে হানি বাফনা-কে । অন্যদিকে, সুধার চরিত্রে অভিনয় করবেন সোনামণি । স্টার জলসায় আসছে এই নতুন জুটি । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকরাও ।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনেও সোনামণি সাহা ডিভোর্সি। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন । বিয়ের তিন বছরের মাথায় দাম্পত্যে ইতি টানেন তাঁরা । আপাতত কেরিয়ারেই ফোকাস করতে চান অভিনেত্রী ।