লাগাতার শীর্ষ আসন ধরে রেখেছে ষ্টার জলসার মেগা ‘অনুরাগের ছোঁয়া’, রোজ রাত ৯ টায় সূর্য-দীপাকে দেখতে টিভির সামনে বসে পড়েন দর্শকেরা। কিন্তু শুক্রবার টিভি খুলতেই চক্ষু চড়ক গাছ দর্শকদের। শুক্রবার হাইভোল্টেজ টানটান পর্ব সম্প্রচারের জায়গায় ষ্টার জলসায় চলল পুরনো পর্বের পুনঃসম্প্রচার। অথচ হটস্টারে দেখা যাচ্ছে নতুন এপিসোড। এই কাণ্ড ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সিরিয়ালপ্রেমীরা।
Dev Entertainment Ventures: দেব ভেঞ্চার্সের ৬ বছর, 'বাঘাযতীন' মুক্তির দিন ঘোষণা করে কেক কাটলেন দেব
এই বিতর্ক মাথাচাড়া দিতেই সংবাদ মাধ্যমের কাছে ষ্টার জলসার সাফাই, ‘যান্ত্রিক গোলযোগের কারণে অনুরাগের ছোঁয়ার ২৩ জুন শুক্রবার এর পর্ব সম্প্রচার করা সম্ভব হলো না । দেখুন অনুরাগের ছোঁয়ার ১ ঘণ্টার বিশেষ পর্ব আজ ২৪ জুন শনিবার ঠিক রাত ৯.৩০টা। আজ শনিবার ২৪ জুন হরগৌরী পাইস হোটেল দেখুন রাত ১০:৩০ এবং গাঁটছড়া দেখুন ঠিক রাত ১১:০০।’