একের পর এক ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে, তেমনই নতুন সিরিয়ালের বন্যা বইছে । আরও এক নয়া মেগার ঘোষণা করে দিল জি বাংলা । মঙ্গলবার প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর প্রোমো । আরও এক নারীর লড়াইয়ের গল্প নিয়ে আসছে আরও একটি ধারাবাহিক । গল্পের নায়ক ও নায়িকা নতুন মুখ ।
গল্পের নায়িকার নামেই সিরিয়ালের নাম । নতুন রেস্তরাঁ খোলার স্বপ্ন দেখে ডায়মন্ড । কিন্তু, পরিবারের থেকে সমর্থন পায় না সে । উল্টে শুনতে হয় খোঁটা । রেস্তোরাঁয় কাজ করে ডায়মন্ড। ওয়েটার সে । সেখানেই এন্ট্রি হয় গল্পের হিরোর । দেখা যায় যে রেস্তরাঁয়া ডায়মন্ড কাজ করে, সেখানে পরিবার নিয়ে খেতে এসেছে সে । হিরো আসলে ব্লগার । কিন্তু, ইংলিশ না জানার জন্য ডায়মন্ডকে অপমানিত হতে হয় হিরোর মায়ের কাছে । এমনকী, রেস্তরাঁ থেকেও বের করে দেওয়া হয় তাঁকে । কিন্তু, ডায়মন্ডের চ্যালেঞ্জ একদিন সে রেস্তরাঁ খুলবেই । ডায়মন্ড কি পারবে তাঁর স্বপ্ন পূরণ করতে ? কীভাবে শুরু হবে নায়ক-নায়িকার প্রেম ?
২৪ জুন থেকে সোম থেকে শনি রাত ৯টায় সম্প্রচার হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আলোর কোলে-র জায়গা নিল এই মেগা ।