প্রেম জমে ক্ষীর । রোম্যান্সে মজেছে আদৃত । ভাবছেন নিশ্চয়ই কৌশাম্বীর সঙ্গে । না, একেবারেই তা নয় । পারিজাতের সঙ্গে রোমান্টিক মুডে 'উচ্ছে বাবু' । পারিজাতের থেকে চোখ সরাতে পারছেন না । কী ভাবছেন পারিজাত কে ? তাহলে কৌশাম্বীর কী হবে ? সবটাই যে ঘটছে অনস্ক্রিনে । হ্যাঁ ঠিকই ধরেছেন, মিত্তিরবাড়ি ধারাবাহিকের জোনাকি ও ধ্রুব-র রোম্যান্সের কথাই বলা হচ্ছে । জোনাকি-র চরিত্রে অভিনয় করছেন পারিজাত । আর ধ্রুব-র ভূমিকায় দেখা যাচ্ছে আদৃতকে । কিন্তু, রোম্যান্স কি সত্যিই হবে ? দু'জনের মধ্যে কোনও বনিবনাই তো নেই । তবে, ধারাবাহিকের প্রোমো বলছে একেবারের অন্য কথা । ফুলশয্যার রাতে দু'জনের রোম্যান্টিক মোমেন্ট ক্যামেরাবন্দী হয়েছে ।
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, ফুলসজ্জার রাত । সারাক্ষণ শাড়ি-গয়না পরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে জোনাকি । এমনই সময় ঘরে আসে ধ্রুব । ঠাম্মির কথায় জোনাকি তাকে দুধের গ্লাস দেয় । তারপরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে ইন লামহো কে দামান পে...দেখা যায় একে একে জোনাকির সমস্ত গয়না খুলে দিচ্ছে ধ্রুব । খুবই একটা রোম্যান্টিক মোমেন্ট । ধ্রুব তাকে বলে, সে যেন এরকমই থাকে সারাজীবন । আর ধ্রুবর উপর যেন বিশ্বাস রাখে জোনাকি । তাহলে কি জোনাকির প্রেমে পড়ে গিয়েছেন ধ্রুব ? সে তো আগামী পর্বগুলিতেই দেখা যাবে । আপাতত ফুলশয্যার এপিসোড সম্প্রচারণের দিন সোমবার ৬ জানুয়ারি ।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, বাবা-মার অমতে বিয়ে করেছে ধ্রুব। তাও আবার জোনাকিকে!তারপর থেকে বাড়ির পরিবেশ থমথমে । কোনওভাবেই এই বিয়ে মেনে নেয়নি ধ্রুবর মা-বাবা । জোনাকিকে অপমান করা হচ্ছে । বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জোনাকি । পারবে কি শ্বশুরবাড়ির সকলে মন জয় করতে ? মিত্তিরবাড়ির সবাইকে একছাদের তলায় আনতে ? প্রত্যেক সোম থেকে শুক্র রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক ।