কেকে (KK)-কে ভুলতে পারছে না কলকাতা (Kolkata) । এমন শিল্পীকে কি ভোলা যায় ? জীবনের শেষ কিছু মুহূর্ত এই শহরেই কেটেছে তাঁর । এখানেই গাইতে গাইতে আচমকা না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কেকে । আবার এই শহরই তাঁকে ফিরিয়ে আনছে । আবারও তাঁর গান শুনতে পাবেন শ্রোতারা । জি বাংলার (Zee Bangla) 'সারেগামাপা' (Saregamapa)- মঞ্চে ফিরছে কেকে ।
জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র দু'দিন কেকে-র জন্য। সম্প্রতি, বিশেষ এপিসোডের প্রোমো প্রকাশ্যে এসেছে । শো-এর অন্যতম বিচারক রাঘব এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গান আর স্মৃতিচারণা— দুয়ে মিলে বিশেষ পর্ব। প্রতিযোগীরা তো কেকে-র গান গাইবেনই । কেকে-এর গানের কলি গুনগুন করবেন বিচারকরাও । শুধু গান নয়, স্মৃতিচারণও হবে । বন্ধু কেকে-এর সম্পর্কে কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করে নেবেন সুরকার শান্তনু মৈত্র ।
আরও পড়ুন, Jeetu Kamal : সত্যজিতের পর এবার তিতুমীর জিতু কমল, সেপ্টেম্বর থেকে শুটিং শুরু
কেকে কোনও দিনই ফিরবেন না । আর মঞ্চে গান গাইবেন না । কোনওদিন আর কলকাতায় এসে বলবেন না 'আমি তোমায় ভালবাসি কলকাতা' । কিন্তু, গানের মধ্যে দিয়ে মানুষের মনে থেকে যাবেন চিরকাল । গানে-গল্পে প্রিয় গায়ককে স্মৃতিতে ধরে রাখতে চাইল জি বাংলার 'সারেগামাপা'।