গাঁটছড়ার (Gantchora) সেটে একের পর এক ফোন চুরি হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের । আর ফোন চুরি করছে কে ? ধারাবাহিকের আরেক অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Sreema Bhattacharjee) ! শ্রীমার বিরুদ্ধে এমনই বড়সড় অভিযোগ আনলেন সহ-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) । এমনকী, অভিনেত্রীর বিরুদ্ধে লালাবাজারে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি ।
পুরো ঘটনাটাই আসলে ঘটেছে মজার ছলে । সম্প্রতি, শ্রীমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন । সেখানে দেখা যাচ্ছে, ভিডিওটি রেকর্ড করছেন অভিনেত্রী নিজেই । অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ করে চলেছেন অনিন্দ্য । তিনি বলেন, রোজ ‘গাঁটছড়া’র সেটে ফোন চুরি হচ্ছে । শ্রীমাই এই ফোন চুরির নেপথ্যে । এর আগে গৌরবের ফোনও চুরি করেছিলেন তিনি । তারপর অনিন্দ্যর ফোন চুরি করেন । যদিও, অভিনেত্রীর দাবি, তিনি কারও ফোন চুরি করেননি ।
আরও পড়ুন, Dev-Rukmini : কনের সাজে রুক্মিণী, বিয়ের একমাসের শুভেচ্ছা বরের বেশে দেবকে
তাঁর কাছে ফোন ফেরত চান অনিন্দ্য । কলকাতা পুলিশকে ট্যাগ করার পাশাপাশি লালবাজারে অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন । কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি । শেষে, ফোন পেয়ে গেলে এক টেকেই শুটিং শেষ করার আশ্বাসও দেন অনিন্দ্য । কিন্তু, এত সহজে হার মানার পাত্রী নন শ্রীমা । অনিন্দ্যকে নিজের ফোন খুঁজে নেওয়ার পরামর্শ দেন তিনি ।
গাঁটছড়ার সেট থেকে এরকম প্রায়ই বিভিন্ন ছবি পোস্ট করেন ধারাবাহিকের কলাকুশলীরা । মজার মজার ভিডিও শেয়ার করেন তাঁরা । বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টে প্রথম তিনের মধ্যে থাকছে 'গাঁটছড়া'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় । এছাড়াও রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও আরও অনেকে ।