'গৌরী এলো' ধারাবাহিকে (Tele Serial Gouri Elo) ফের স্বমহিমায় ফিরলেন শৈল মা । হাতে ত্রিশূল, লাল শাড়ি, আবারও আগের রূপেই দেখা যাবে চান্দ্রেয়ীকে । ধারাবাহিকের (Tele Serial) গল্পে আসতে চলেছে নয়া মোড় । আবারও পাপের দুনিয়ায় পা বাড়াতে চলেছে শৈল মা । গৌরী তাতে বাধা দিতে এলেই প্রাণনাশের হুমকিও মেলে । কিন্তু, তারার লীলায় কি অশুভ শক্তির উথ্থান সম্ভব হবে ? ধারাবাহিকে প্রোমো সামনে আসতেই উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, ফের চারিদিকে শৈল মায়ের জয়গান । আবারও সেই বেশ । এত দিন ঘাড়ের কাছে ছোট চুল, হালকা রং কিংবা সাদা রঙের শাড়িতে দেখা যাচ্ছিল শৈলকে । শৈল মা থেকে শৈলজা হওয়ার চেষ্টা করছিলেন । কিন্তু, শেষপর্যন্ত তা আর হল না । প্রোমোর ভিডিওতে দেখা যাচ্ছে সেই লাল শাড়ি, হাতে ত্রিশূল, চোখে-মুখে ক্রোধ, প্রতিহিংসা শৈল মায়ের প্রত্যাবর্তন । পাপ কাজ করতে বাধা দেয়, সাবধান করে গৌরী । কিন্তু, শৈল মায়ের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাঁর মৃত্যু নিশ্চিত, গৌরীর গলায় ত্রিশূল ঠেকিয়ে স্পষ্ট করে দেয় শৈল মা ।
আরও পড়ুন, Sohini-Trina : তৃণা-সোহিনী 'ক্যাটফাইট', আদৌ কি সত্যি ? মুখ খুললেন রণিতা ও দেবশ্রী
তখনই তারা-র এন্ট্রি হয় । শুরু হয় তার লীলাও । দেখা যায়, শৈল মায়ের ত্রিশূল পরিণত হয়েছে ফুলে । অর্থাৎ শুরু হয়ে গিয়েছে শুভ-অশুভ শক্তির মহাযুদ্ধ । শুভ-র কাছে কি অশুভ শক্তি জিতে যাবে নাকি বরাবরের মতো শুভ শক্তিরই জয় হবে, তা দেখার অপেক্ষায় দর্শকরা ।