জি বাংলার (Zee Bangla) আরও এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে । 'অপরাজিতা অপু','যমুনা ঢাকি','উমা'-র পর এবার 'পিলু'-র পালা (Tele Serial Pilu) । টলিপাড়ায় জোর গুঞ্জন পুজোর পরেই শেষ হয়ে যাচ্ছে আহির-পিলুর কাহিনী (Tele Serial to end soon)। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা ধারাবাহিকের নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় নম্বর কমছে 'পিলু'-র । সেইসঙ্গে ধারাবাহিককে নিয়ে একাধিক ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । আসলে, দর্শকের অভিযোগ গল্পে সেভাবে আহির ও পিলু-কে দেখানো হচ্ছে না। রঞ্জা ও মল্লারই এখন গল্পের কেন্দ্রে । তাঁদের নিয়ে এগোচ্ছে গল্প । পিলু ও আহির যেন মনে হচ্ছে পার্শ্ব চরিত্র । ধারাবাহিকের নাম নিয়ে ট্রোলড হতে হয়। এসব কারণেই কি বন্ধ হয়ে যাচ্ছে 'পিলু'? ধারাবাহিক বন্ধের বিষয়ে কেন্দ্রীয় চরিত্র গৌরব রায়চৌধুরী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর কানেও এধরনের খবর এসেছে । তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছুই জানানো হয়নি। তাই এর সঠিক উত্তর তিনি এখনই দিতে পারবেন না ।
আরও পড়ুন, Bipasha basu: পরনে পিঙ্ক প্যাস্টেল রঙের গাউন, বেবি শাওয়ার অনুষ্ঠানে মাতলেন বিপাশা-করণ
টলিপাড়া অন্দরে খবর, পুজোর পর তিনটে নতুন ধারাবাহিক আনবে জি । সেকারণে একাধিক ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে । সেই তালিকায় আগেই জুড়েছে 'মিঠাই'-এর নাম । এবার 'পিলু'-কে নিয়েও শুরু হল গুঞ্জন ।