দীর্ঘদিন টিআরপি তালিকায় বেঙ্গল টপার আসন ধরে রেখেছিল ধারাবাহিক জগদ্ধাত্রী । কিন্তু, বেশ কয়েক সপ্তাহ ধরে বেশ অনেকটাই নম্বর কমেছে সিরিয়ালের । আবার পুরনো আসন ফিরে পেতে মরিয়া জ্যাস, স্বয়ম্ভূ । এবার জামাইষষ্ঠী স্পেশ্যাল পর্ব নিয়ে আসছে ধারাবাহিক । যেখানে থাকছে যেমন মজা, তেমনই চমক । ইতিমধ্যে জামাইষষ্ঠী স্পেশ্যাল পর্বের প্রোমো সামনে এল ।
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, প্রথমবার জামাইষষ্ঠী খেতে শ্বশুরবাড়ি যাচ্ছে স্বয়ম্ভূ । কিন্তু, এদিকে জামাই হিসেবে তাঁকে মেনে নেয়নি জগদ্ধাত্রীর মা । তাহলে কীভাবে জামাই আদর হবে ? আশঙ্কা প্রকাশ করে জগদ্ধাত্রী । তাকে আশ্বস্ত করে কৌশিকি ও মেহেন্দি । দেখা যায়, একপ্রকার বাধ্য হয়েই উৎসবের সঙ্গে স্বয়ম্ভূরও জামাই আদর হয় । প্রোমো দেখে বোঝা যাচ্ছে বেশ মজার হতে চলেছে এপিসোডটি ।
জি বাংলায় সন্ধে ৭টা থেকে দেখা যাচ্ছে ধারাবাহিক জগদ্ধাত্রী । গত দুই সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জ্যাস । পুরনো জায়গা কি আদৌ ফিরে পাবে জগদ্ধাত্রী ?