Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

Updated : Mar 21, 2025 18:05
|
Editorji News Desk

একটা ধারাবাহিক মানে অনেক চরিত্র, যাঁদের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে যান দর্শকরা । তাঁদের খুশিতে খুশি হন, তাঁদের দুঃখে চোখ ভেজে । সিরিয়ালের মাদকতা তো এটাই । সন্ধেবেলায় ড্রয়ির রুম হোক ডিনার টেবিল জমিয়ে রাখেন গীতা, ফুলকি, জগদ্ধাত্রী, কথা, পারুলরা । বাঙালি দর্শকের কাছে প্রতিদিনের বিনোদন মানেই ছোটপর্দা । আর ধারাবাহিক মানেই কোনও না কোনও টুইস্ট তো থাকেই । আজকাল আপনাদের পছন্দের সিরিয়ালে কী কী হচ্ছে, কোন নায়িকার জীবনে বড়সড় ঝড় আসতে চলেছে, চলুন জেনে নিই, আজ আলোচনার কেন্দ্রে জি বাংলার দু'টি ধারাবাহিক ।

পরিণীতা

বাংলা ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে একনম্বর কিন্তু পরীণিতা । প্রায় কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার । দাদুর কড়া নিয়ম, রায়ান-পারুলের খুনসুটি, কোনও না কোনও টুইস্ট জমিয়ে রেখেছে ধারাবাহিকটি । সম্প্রতি, সিরিয়ালের আরও একটি প্রোমো সামনে এসেছে । যেখানে দেখা যাচ্ছে ফের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে পারুল । এবার সে দাদুর মুখোমুখি । তাকে শর্ত দেওয়া হয়েছে কেরিয়ার ও সংসারের মধ্যে, যে কোনও একটা বেছে নিতে ? এবার পারুল কী করবে ?

প্রোমোতে দেখা গেল,পারুলকে দাদু জানায়,  ইউনিভার্সিটিতে সে ফিরে এসে তাঁকে অপমান করেছে । পারুল যদি কেরিয়ার বেছে নেয়, তাহলে সংসারে আর তার ঠাঁই হবে না । কঠিন শর্তের সামনে পারুল বেছে নেয় তার কেরিয়ারকে । স্পষ্ট সে জানিয়ে দেয়, কেরিয়ারের সঙ্গে কোনও আপোষ সে করবে না । পারুলের এই অঙ্গীকার কি দাদু মেনে নেবে ? রায়ান কি পারুলের পাশে দাঁড়াবে ? নাকি সারা জীবনের জন্য রায়ান-পারুলের পথ আলাদা হয়ে যাবে ? আগামী পর্বগুলো যে আরও টুইস্ট আর টার্নে জমে উঠবে, তা বলাই বাহুল্য ।

মিঠিঝোরা

দীর্ঘ অপেক্ষার পর মিঠিঝোরা ধারাবাহিকে রাই-অনির্বাণ-এর মিলন দেখানো হয়েছে । আবার এখন তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্যও । এতদিন ধরে তো এমনই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা । কিন্তু, যেখানে নীলু আছে, সেখানে কি আর সবটা ভাল হবে ? আসলে খলনায়ক বা খলনায়িকা না থাকলে সিরিয়ালই যে জমবে না । তবে, সম্প্রতি, ধারাবাহিকে নীলুর যে কীর্তি দেখানো হচ্ছে, তাতে বেজায় চটেছেন দর্শকরা । একটাই প্রশ্ন উঠছে, এবার কি শেষপর্যন্ত অনির্বাণ-নীলুর পরকীয়া দেখানো হবে ? 

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, টিউমার অপারেশনের বছর ঘুরতে না ঘুরতেই মা হতে চলেছে রাই । ডাক্তার বেডরেস্টের পরামর্শ দিয়েছেন । কিন্তু, নীলু ঠিক করে নিয়েছে রাইয়ের জীবনে কোনওভাবেই বাচ্চাকে আসতে দেবে না । দিদি-র ক্ষতির উদ্দেশে, সে সোজা চলে যায় অনির্বাণের বাড়িতে । রাইয়ের সাহায্যের সুযোগ নিয়ে সে এই ফন্দি আঁটে । সেখানেই দেখা গিয়েছে, ফ্যান পরিষ্কারের আছিলায় সে পড়ে যাওয়ার নাটক করে, আর তাকে ধরে নেয় অনির্বাণ । সবটাই ঘটে রাইয়ের সামনে । এই দৃশ্য দেখেই চটেছেন দর্শকরা । এখন কি তাহলে রাই-অনির্বাণ-নীলুর ত্রিকোণ প্রেম দেখতে হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা । 

Tele Serial

Recommended For You

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !
editorji | বিনোদন

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?

editorji | বিনোদন

Aamir Khan Birthday: হোলিতে আরও রঙিন আমির, 90s'-এর চকোলেট বয়ের আজ ৬০ !

editorji | বিনোদন

Ritabhari : 'প্রেম ভয়ংকর !' মন ভেঙেছে বারবার, কার কার সঙ্গে সম্পর্কে জড়ান ঋতাভরী ?

editorji | বিনোদন

Ritabhari-Srijit : 'সৃজিতের হৃদয় ভেঙেছি, ভুল করেছি', মনের জানলা খুলে দিলেন ঋতাভরী