নুসরত-জাহান-নিখিল জৈন (Nusrat Jashan-Nikhil Jain)! তাঁদের রূপকথা এখন অতীত! কিন্তু একসময় নিখিলের শাড়ির ব্র্যান্ড রঙ্গোলির মুখ ছিলেন নুসরত, সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের গল্প। এত বছর পর রঙ্গোলির (Rangoli) নতুন মুখ হিসেবে দেখা গেল টলিপাড়ার আরেক জনপ্রিয় মুখ ঊষসী রায়কে (Ushashi Ray), তবে কি ফের নতুন কোনও রূপকথা জন্মের অপেক্ষায়?
ঊষসী বলছেন, তিনি পেশাদার। কাজের জন্যই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। নিখিলের অতীত নিয়ে তাঁর যে কিছু বলার থাকতে পারে না, তাও বলছেন ঊষসী।
Rana sarkar controversy: ফেসবুকে তর্কবিতর্ক! রানা সরকারকে ব্লক করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা!
নুসরত-নিখিলের সম্পর্ক অবশ্য তিক্ততা দিয়েই শেষ হয়েছিল, আইন-আদালতও হয়েছিল। তবে শুরুটা একরকম হলেই যে সব রূপকথার ট্র্যাজিক এন্ড হয়, তা তো নয়!