কলকাতা তাঁর সেকেন্ড হোম। বলছি জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বলানের কথা। এই শহর থেকেই শুরু বিদ্যা বলানের কেরিয়ারের সফর। সেই শহরে ফিরলেন ছবির প্রোমোশনে, তবে ভারাক্রান্ত মন নিয়ে। আরজি করের ভয়াবহ ঘটনা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সেই নিয়ে মুখ খুললেন বিদ্যা।
সিনেমার প্রোমোশনে এসে কালীঘাটে পুজো দিয়েছেন বিদ্যা-কার্তিক। তখনই আরজি কর কাণ্ড নিয়ে বিদ্যাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। বিদ্যার গলায় ঝরে পড়ে ক্ষোভ। যে শহরে মায়ের পুজো হয়, সেখানে এ রকম নারকীয় ঘটনা ঘটে কীভাবে, বিশ্বাস করতে পারছেন না বিদ্যা।
'ভুল ভুলাইয়া ৩ ছবির প্রমোশন এসে, ভারাক্রান্ত স্বরেই বিদ্যা জানান,
"কলকাতা মায়ের শহর, প্রতিবাদের শহর। আমার কেরিয়ারের শুরু এই শহর দিয়ে। যে শহরে মায়ের আরাধনা করা হয়, পুজো হয়, সেখানে এহেন ঘটনা কীভাবে ঘটল? আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম।"
আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার আড়াই মাস পরেও নির্যাতিতার বিচারের দাবিতে জ্বলছে বাংলা তথা গোটা দেশ।
আরজি করের ঘটনার তীব্র নিন্দা করে মুখ খুলেছে বলিউডও। প্রতিবাদে সরব হয়েছেন করিনা কাপুর, হৃতিক রোশন, সুহানা খান প্রমুখরা। মুখ খুলেছেন আলিয়া, আয়ুষ্মানরা।
'১২ বছর সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।', পোস্ট করেছিলেন করিনা। টুইট করে হৃতিক রোশন উগরে দেন একরাশ ক্ষোভ, লেখেন, 'সমাজ হিসেবে আমাদের এবার বদলাতে হবে যাতে সবাই সেখানে নিরাপদ অনুভব করেন। কিন্তু এতে বহু সময় লেগে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই। আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হয়ে হবে যাতে অপরাধীরা আর এই কাজ করার কথা না ভাবে। এটাই চাই। আমি নির্যাতিতার পরিবারের পাশে রইলাম, ওদের মেয়ের ন্যায় বিচার চাই আমি।'
আলিয়া লেখেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাঁদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’’
পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে আরজি কর কাণ্ডের আবহে কবিতা পাঠ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন আয়ুষ্মান খুরানা। আরজি করের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনন্যা পান্ডে, শেফালি শাহ, কৃতি স্যাননরা।
তরুণ প্রজন্মের অভিনেতা, ইনফ্লুয়েন্সাররাও গর্জে উঠেছেন আরজি কর কাণ্ডে। স্কুল, কলেজ এবং চাকরিস্থলে মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে পোস্ট করেছিলেন নব্যা নন্দা। অভয়ার বিচারের দাবিও তুলেছিলেন, সেই পোস্ট শেয়ার করেছিলেন সুহানা খানও।